Maintance

ট্যাব বিক্রি বেড়েছে ৬৮ শতাংশ, শীর্ষে অ্যান্ড্রয়েড

প্রকাশঃ ৯:১৩ অপরাহ্ন, মার্চ ৩, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৩ অপরাহ্ন, মার্চ ৩, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ২০১৩ সালে বিশ্বে ট্যাবলেট কম্পিউটার বিক্রির পরিমান ৬৮ শতাংশ বেড়েছে। এছাড়া অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএসকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে গুগলের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। গবেষনা প্রতিষ্ঠান গার্টনারের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের তুলনায় বিশ্বে ট্যাবলেট বিক্রির পরিমান ৬৮ শতাংশ বেড়ে ১৯.৫৪ কোটি পিসে পৌছেছে। এক্ষেত্রে নিম্নমানের ছোট স্ক্রিনের ট্যাবলেটের চাহিদা ছিলো বেশি।

Tablet user-TechShohor

এছাড়া ট্যাবলেট অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৬২ শতাংশ বাজার দখল করে শীর্ষ অবস্থানে এসেছে। গতবছর বিশ্বে প্রায় ১৩ কোটি পিস অ্যান্ড্রয়েড নির্ভর ট্যাবলেট বিক্রি হয়েছে। অপরদিকে ৩৬ শতাংশ বাজার দখল করা আইওএস নির্ভর ট্যাবলেট বিক্রি হয়েছে ৭ কোটি পিসের মতো।

আগের বছরের তুলনায় বাজারে অ্যাপলের আইওএস শেয়ার ১৬.৮ শতাংশ কমেছে। কম দামের ছোট স্ক্রিনের ও সাদা-বক্সের পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এমনটি ঘটেছে। কারণ এগুলোর বেশিরভাগই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের।

বাজারে মাইক্রোসফটের ট্যাবলেটের অংশ ছিলো মাত্র ২.১ শতাংশ। গতবছর মাত্র ৪৩ লাখ উইন্ডোজ ট্যাবলেট বিক্রি হয়েছে।

তবে ডিভাইস ব্র্যান্ড হিসেবে বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। মাত্র ৭ কোটি পিস বিক্রি হলেও বাজারের এর শেয়ার ৩৬ শতাংশ। ১৯.১ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। এছাড়া ৫.৬ শতাংশ শেয়ার ছিলো আসুসের। এরপরেই ৪.৮ ও ৩.৩ শতাংশ শেয়ার ছিলো অ্যামাজন ও লেনোভোর। মজার বিষয় হলো ২০১৩ সালে লেনেভোর ট্যাবলেট বিক্রির পরিমান ১৯৮ শতাংশ বেড়েছে।

– টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদন অবলম্বনে তুহিন মাহমুদ

*

*