Maintance

অ্যান্ড্রয়েড ওয়্যার ২.০ আপডেট পেলো যে স্মার্টওয়াচ

প্রকাশঃ ৮:৪০ অপরাহ্ন, এপ্রিল ৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৯ অপরাহ্ন, এপ্রিল ৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্ড্রয়েড ওয়্যার ২.০ ওএসের আপডেট পাচ্ছে আরও বেশ কয়েকটি স্মার্টঘড়ি।

সম্প্রতি গুগল এই তথ্য জানিয়েছে। ফলে নতুন ওয়্যার ওএসটির আওতায় আসবে আরও ব্যবহারকারী।

গুগল জানিয়েছে, পুলার এম৬০০, ফসিল কিউ ওয়ান্ডার, ফসিল কিউ মারশেল ব্র্যান্ডের স্মার্টওয়াচগুলো পাবে নতুন আপডেটটি।

android-wear-2.0-techshohor

Symphony 2018

এই পর্যন্ত ১৯টি অ্যান্ড্রয়েড চালিত স্মার্টওয়াচ ওয়্যার ওএস ২.০ আপডেট পেয়েছে। পূর্বে পাওয়া ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে হুয়াওয়ে ওয়াচ, এলজি ওয়াচ আর, এলজি ওয়াচ উরবান, মটো ৩৬০, ক্যাসিও স্মার্ট আউটডোর ওয়াচ ইত্যাদি।

গত বছর মে মাসে গুগল আই/ও সম্মেলনে ওয়্যার ২.০ ওএসটি উন্মুক্ত করেছিল জায়ান্টটি। চলতি বছরের শুরুর দিকে এলজি স্টাইল ও স্পোর্টস প্রথম ওএসটির আপডেট পেয়েছিল। ধারণা করা হচ্ছে চলতি বছর গুগল আই/ওতে উন্মুক্ত হবে ওয়্যার ওএসের নতুন সংস্করণ।

পরিধেয় ডিভাইসের বাজার দখলে গুগল কাজ করে যাচ্ছে। কিন্তু এই প্রতিযোগিতায় রয়েছে অ্যাপল, এলজি, স্যামসাংয়ের মত প্রতিষ্ঠানগুলো।

তবে ওএসের বাজারে গুগলের সবচেয়ে বড় প্রতিযোগী হলো অ্যাপল। তাই নিজেদের ওয়্যার ওএসটির আপডেট এনে গ্রাহক জনপ্রিয়তা ধরে রাখতে চাইছে গুগল।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/