Maintance

গুগল ডুডলে স্থপতি এফ আর খান স্মরণ

প্রকাশঃ ৫:০১ অপরাহ্ন, এপ্রিল ৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:২০ অপরাহ্ন, এপ্রিল ৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশের স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খানের জন্মদিন উদযাপন করেছে গুগল ডুডল। এফ আর খান নামে পরিচিত এই স্থপতি কম্পিউটার-এইডেড ডিজাইন (সিএডি) এর অগ্রপথিক এবং টিউব ইন টিউব স্থাপত্যরীতিরও আবিষ্কারক।

সোমবার গুগল ডুডলে প্রবেশ করলে দেখা যাচ্ছে কালো কোট ও সাদা শার্ট পরা একজন কয়েকটি ভবনের দিকে তাকিয়ে আছে। ডুডলে সিয়ার্স টাওয়ারসহ এফ আর খানের তৈরি আরও কিছু স্থাপনা রয়েছে। এই ডুডল ক্লিক করলে ফজলুর রহমান খান সম্পর্কে  বিস্তারিত জানার জন্য গুগল সার্চের লিংক প্রদর্শিত হবে।

google-techshohor

উল্লেখ্য ব্যাচেলর ডিগ্রি অর্জনের পরপরই তিনি আহসানউলাহ ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপকের পদে নিযুক্ত হোন।

Symphony 2018

১৯৫৫ সালে তিনি শিকাগো শহরের স্কিডমোর, ওউইং ও মেরিল নামের প্রকৌশল প্রতিষ্ঠানে যোগ দেন। ডক্টরেট ডিগ্রি অর্জনের পর ১৯৫৬ সালে দেশে ফিরে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে আগের পদেই বহাল হোন। পরে আমেরিকার স্থাপত্য প্রতিষ্ঠান স্কিড মোর এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র গিয়ে ওই প্রতিষ্ঠানের শিকাগো অফিসের পরিচালক হিসেবে যোগদান করেন ৷

পাশাপাশি তিনি আমেরিকার ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি এর স্থাপত্য বিভাগে অধ্যাপক পদে অধিষ্ঠিত হন। সেখানে পরে তিনি প্রফেসর এমিরিটাস হয়েছিলেন ।

তিনি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, লি হাই বিশ্ববিদ্যালয় ও সুইস ফেডারেল টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন ৷ ১৯৯৯ সালে তাকে স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) প্রদান করা হয়।

বিভিন্ন দেশের জাতীয় দিবস, বিশ্বজুড়ে পালিত জাতিসংঘ দিবস ও বিখ্যাত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে বিশেষ দিনগুলোতে গুগল ডুডলে পরিবর্তন আনে সার্চ জায়ান্ট গুগল।

তুসিন আহমেদ

*

*

Related posts/