Maintance

ইনস্টাগ্রামে যারা বেশি লাইক পান

প্রকাশঃ ৮:০১ অপরাহ্ন, এপ্রিল ২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৩ অপরাহ্ন, এপ্রিল ২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইমেজ শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম-এ সবচেয়ে বেশি লাইক ক্রীড়াবিদ, সঙ্গীতশিল্পী আর টিভি তারকাদের দখলে, সম্প্রতি ‘প্রজেক্ট নো’ নামের এক অনলাইন প্লাটফর্মের করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

তারকাদের ইনস্টাগ্রাম পোস্ট কিশোরদের উপর কেমন এবং কীভাবে নেতিবাচক প্রভাব ফেলে তা নিয়ে এই গবেষণা চালানো হয় বলে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

instagram-techshohor

গবেষণায় দেখা যায়, সবচেয়ে বেশি ফলোয়ার আছে এমন ব্যবহারকারীরাই যে তাদের পোস্টে সব সময় সবচেয়ে বেশি সাড়া পান এমনটা নয়। এ ক্ষেত্রে সাইটটি জানায়, সবচেয়ে বেশি ফলোয়ার আছে মার্কিন সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজের, তার মোট ফলোয়ার সংখ্যা সাড়ে ১১ কোটি। কিন্তু তার পোস্টগুলো সবচেয়ে বেশি লাইক পাওয়া তালিকায় শীর্ষে আসতে পারেনি।

গড়ে সবচেয়ে বেশি লাইক পান এমন ১৫ ব্যবহারকারীর নাম প্রকাশ করেছে সাইটটি। এরা হলেন-

০১. আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি–গড় লাইক সংখ্যা ১১,৪৫,৫৬৩ ও ফলোয়ার সংখ্যা ৬.৭৪ কোটি।

০২. পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো–গড় লাইক সংখ্যা ১১,২৬,৪৪৭ ও ফলোয়ার সংখ্যা ৯.৫৮ কোটি।

০৩. মার্কিন সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ–গড় লাইক সংখ্যা ১০,৬৫,৯০৯ ও ফলোয়ার সংখ্যা সাড়ে ১১ কোটি।

০৪. মার্কিন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট–গড় লাইক সংখ্যা ১০,৫৯,৯৭০ ও ফলোয়ার সংখ্যা ৯.৯৭ কোটি।

০৫. ব্রিটিশ সঙ্গীতশিল্পী, গীতিকার ও অভিনেতা লুইস টমলিনসন–গড় লাইক সংখ্যা ১০,৪৭,০৭৫ ও ফলোয়ার সংখ্যা ১.২৭ কোটি।

০৬. ব্রিটিশ সঙ্গীতশিল্পী ও গীতিকার হ্যারি স্টাইলস–গড় লাইক সংখ্যা ৮,৭০,৯৫৪ ও ফলোয়ার সংখ্যা ১.৯৮ কোটি।

০৭. আইরিশ গীতিকার, সঙ্গীতশিল্পী ও গিটারিস্ট নিয়াল হোরান–গড় লাইক সংখ্যা ৮,৬৮,০২৯ ও ফলোয়ার সংখ্যা ১.৯১ কোটি।

০৮. ব্রিটিশ অভিনেত্রী ও মডেল এমা ওয়াটসন–গড় লাইক সংখ্যা ৮,৪৫,৯৬১ ও ফলোয়ার সংখ্যা ২.৭৭ কোটি।

০৯. মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্রানদে–গড় লাইক সংখ্যা ৭,০৮,০১৯ ও ফলোয়ার সংখ্যা ১০.১০ কোটি।

১০. মার্কিন টিভি ব্যাক্তিত্ত্ব, ফ্যাশন ডিজাইনার ও মডেল কাইলি জেনার–গড় লাইক সংখ্যা ৭,০৬,২৬১ ও ফলোয়ার সংখ্যা ৯.০৪ কোটি।

১১. মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী বিয়ন্সি–গড় লাইক সংখ্যা ৬,৭২,৩৫৮ ও ফলোয়ার সংখ্যা ৯.৮৩ কোটি।

১২. মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ডেমি লোভাটো–গড় লাইক সংখ্যা ৫,৯৩,২৯৬ ও ফলোয়ার সংখ্যা ৫.৫৫ কোটি।

১৩. মার্কিন ফ্যাশন মডেল ও টিভি ব্যক্তিত্ত্ব কেনডাল জেনার–গড় লাইক সংখ্যা ৫,৩৮,৯৪৫ ও ফলোয়ার সংখ্যা ৭.৭৫ কোটি।

১৪. মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ান–গড় লাইক সংখ্যা ৫,৩৫,৬৯৩ ও ফলোয়ার সংখ্যা ৯.৬৫ কোটি।

১৫. সাবেক ব্রিটিশ ফুটবল খেলোয়াড় ডেভিড বেকহাম–গড় লাইক সংখ্যা ৫,১৫,৪০৫ ও ফলোয়ার সংখ্যা ৩.৪৭ কোটি।

বিডিনিউজ২৪ অবলম্বনে

*

*

Related posts/