Maintance

শাওমির ফ্ল্যাগশিপে ৩০ মেগাপিক্সেল ক্যামেরা

প্রকাশঃ ৫:০১ অপরাহ্ন, এপ্রিল ২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:০১ অপরাহ্ন, এপ্রিল ২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মুক্তের পর এখন প্রযুক্তি দুনিয়ার নজর শাওমির দিকে। চলতি মাসেই দেখা মিলতে পারে শাওমির এমআই৬ ফোনটি। এতে থাকতে পারে ৩০ মেগাপিক্সেল ক্যামেরা।

সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া ফোনটির বক্সের ছবি থেকে পাওয়া যায় এই তথ্য।

প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, ফোনটিতে থাকতে পারে ৫.১৫ ইঞ্চি ডিসপ্লে। সাথে থাকতে পারে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর। ৪ ও ৬ জিবি র‍্যামের সংস্করণ অনুযায়ী যথাক্রমে স্টোরেজ থাকতে পারে ৬৪ এবং ১২৮ জিবি।

mi6-techshohor

Symphony 2018

এছাড়াও গুঞ্জন চলছে, তিনটি ভিন্ন সংস্করণে ফোনটি বাজারে আসতে পারে। প্রথমটিতে থাকবে হেলিও এক্স৩০ প্রসেসর। দাম পড়বে প্রায় ২৯০ ডলার।

দ্বিতীয় ডিভাইসটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, যার দাম হবে প্রায় ৩৬০ ডলার। অন্য ডিভাইসটিতে থাকবে কোয়ালকমের সর্বশেষ চিপসেট ও উভয় প্রান্ত বাঁকানো ডিসপ্লে। দেখতে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজের মতো ডিভাইসটির দাম হবে প্রায় ৪৩৪ ডলার।

যদিও শাওমি অফিসিয়ালি কিছু জানায়নি।

জিএসএম এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন: 

*

*

Related posts/