Maintance

বিশ্বের সবচেয়ে স্লিম ল্যাপটপ এসারের!

প্রকাশঃ ৬:০৬ অপরাহ্ন, এপ্রিল ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৬ অপরাহ্ন, এপ্রিল ১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ এসারের বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।তাদের দাবি অনুযায়ী, মাত্র ৯ দশমিক ৯৮ মিলিমিটার পুরুত্বের এসার সুইফট সেভেন এখন বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ।

এর আগে একই দাবি করে বাজারে এসেছিল এইচপির স্পেকট্রা ল্যাপটপটি। তবে সেটিও পুরুত্ব ছিল ১০ দশমিক ৪ মিলিমিটার। সেই হিসাবে এসারের সুইফট সেভেন পাতলা।

এসারের সবচেয়ে পাতলা (স্লিম) এই ল্যাপটপ দেশের বাজারে এনেছে  স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

acer-swift-7-Techshohor

Symphony 2018

অরিজিনাল উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম সম্পন্ন ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আই সেভেন-৭ওয়াই৭৫ প্রসেসর, ১৩.৩ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ইন্টেল ৬১৫ মডেলের এইডডি গ্রাফিক্স কার্ড, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ।

এছাড়াও রয়েছে ডেফিনিশন ক্যামেরা, এক মাসের মাইক্রোসফট অফিস ৩৬৫ট্রায়াল, ওয়াইফাই এবং ব্লুটুথ ট্রান্সফার সুবিধা।

মাত্র ৯ দশমিক ৯৮ মিলিমিটার থিকনেসের  ল্যাপটপটিতে থাকছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা।

এর দাম দেশের বাজারে এক লাখ ২৫ হাজার টাকা।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/