Maintance

শুধু মোবাইল ফেইসবুক ইন্টারনেটে পড়ে থাকা নয় : ডেপুটি স্পিকার

প্রকাশঃ ১০:২২ অপরাহ্ন, মার্চ ৩১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:২২ অপরাহ্ন, মার্চ ৩১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শিক্ষার্থীদের শুধু মোবাইল ফেইসবুক ইন্টারনেটে পড়ে না থাকার পরামর্শ দিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

শুক্রবার রাজধানীর পূর্ত ভবন অডিটোরিয়ামে ঢাকাস্থ গাইবান্ধা জেলা সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ পরামর্শ দেন।

ডেপুটি স্পিকার বলেন, ছাত্র-ছাত্রীদের শুধু মোবাইল, ফেইসবুক, ইন্টারনেট নিয়ে পড়ে থাকলে হবে না। পড়ালেখার প্রতি আরও বেশি মনযোগী হতে হবে।

DS.techshohor

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। উন্নয়ন শুধু সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়। এর জন্য জনগণের মধ্যে ঐক্য, দেশপ্রেম, সততা ও সহযোগিতামুলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে।

ফজলে রাব্বী মিয়া বলেন, সচেতন নাগরিক গড়ে তুলতে হলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। চাকরির জন্য হন্যে হয়ে শুধু ঘুরলে হবে না, এর জন্য নিজেকে উপযুক্ত করে তৈরি করতে হবে।

আল-আমীন দেওয়ান

*

*

Related posts/