Maintance

স্প্লিট স্ক্রিন সুবিধার ফোন আনল ওয়ালটন

প্রকাশঃ ৭:৩৮ অপরাহ্ন, মার্চ ৩০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৯ অপরাহ্ন, মার্চ ৩০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাশ্রয়ী মূল্যে উন্নত ফিচারের নতুন একটি স্মার্টফোন এনেছে ওয়ালটন। স্প্লিট (বিভক্ত) স্ক্রিন সুবিধাযুক্ত নতুন ফোন ‘প্রিমো এস ফাইভ’ দেশের বাজারে উন্মুক্ত করেছে দেশিয় ব্র্যান্ডটি।

‘এস ফাইভ’ স্মার্টফোনের আকর্ষণীয় দিক স্প্লিট স্ক্রিন যেখানে একই সঙ্গে দুটি অ্যাপ চালানো যাবে।

ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে এবং ২.৫ডি কার্ভড পর্দা। চতুর্থ প্রজম্মের কর্নিং গরিলা গ্লাস ডিসপ্লেকে আঘাত ও আঁচড় থেকে সুরক্ষা দেবে।

Walton Primo S5.

রয়েছে উচ্চক্ষমতার ৬৪ বিটের ১.৫ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর, সঙ্গে তিন জিবি র‍্যাম।  ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরি সাপোর্ট করবে।

অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিএসআই সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার অ্যাপারচার সাইজ এফ২.২। সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

৩১৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারির ফোনটিতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ইউএসবি ২, ল্যান হটস্পট, ওটিএ ও ওটিজি সুবিধা।

এস ফাইভ মডেলের ফোনটি দেশে ১৪ হাজার ৯৯০ টাকায় বিক্রি করছে ওয়ালটন।

দেশের সকল ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেড আউটলেটে ০ শতাংশ সুদে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যাবে।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/