Maintance

ডেনমার্কে বন্ধ হচ্ছে উবার

প্রকাশঃ ৪:৪৫ অপরাহ্ন, মার্চ ২৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ন, মার্চ ২৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ট্যাক্সি আইন প্রণয়নের ফলে উবার তাদের সেবা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান উবার আগামী মাস থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ডেনমার্কে।

নতুন আইন অনুযায়ী উবারের ট্যাক্সি সেবা সেখানে নিষিদ্ধ হচ্ছে। আর সে কারণেই নিজেদের সেবা বন্ধ  করে দিতে বাধ্য হচ্ছে সানফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠানটি।

uber-dhaka-techshohor

Symphony 2018

মঙ্গলবার কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় উবার। বিষয়টি স্থানীয় টেলিভিশন টিভি২ নিউজ চ্যানেল জানিয়েছে বলে জানায় রয়টার্স।

টিভি২ নিউজ চ্যানেলের খবর অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে এই সেবা বন্ধ করে দিচ্ছে উবার।

রয়টার্স অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

Related posts/