Maintance

সাশ্রয়ী দামে সনি এক্সপেরিয়া এল১

প্রকাশঃ ৮:৩০ অপরাহ্ন, মার্চ ২৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ন, মার্চ ২৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর  : সাশ্রয়ী দামে নতুন ফোন নিয়ে আসছে সনি। এক্সপেরিয়া এল১ নামের ফোনটি এপ্রিলে বাজারে ছাড়বে সনি।

ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেম। ফলে কমদামেই অ্যান্ড্রয়েড নোগাট পরখ করে নেওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। মিডিয়া টেক কোয়াড কোর প্রসেসরের পাশাপাশি থাকবে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। চাইলে ব্যবহারকারীরা ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।

sony-techshohor

Symphony 2018

ছবি তোলার জন্য ডিভাইসটি পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি ব্যাকআপের জন্য থাকবে ২ হাজার ৬২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া ফোনটিতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি সি পোর্ট সুবিধা।

ফোনটির মূল্য কত হবে সেই সম্পর্কে কোনো তথ্য জানায়নি সনি। তবে ফোনটি সাশ্রয়ী মূল্যের হবে বলে বলছে সনি।

বর্তমানে ফোনের বাজারে বেশ পিছিয়ে রয়েছে সনি। তাই বাজার দখলে নতুন ডিভাইস আনছে প্রতিষ্ঠানটি। চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লিউসি) ৪কে এইচডিআর পর্দার এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়াম ফোন উন্মুক্ত করেছিল সনি।

ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/