Maintance

ওয়ালটন স্মার্টফোনে অ্যান্ড্রয়েড নোগাট ওএস

প্রকাশঃ ৮:০১ অপরাহ্ন, মার্চ ২০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ন, মার্চ ২০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ নোগাট ৭.০ পরিচালিত প্রথম ফোন প্রিমো ‘জি সেভেন’ বাজারে ছাড়ল ওয়ালটন।

ওয়ালটনের দাবি বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে এ ধরনের ফোন তারাই প্রথম বাজারে এনেছে।

রোববার থেকে সারাদেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেড আউটলেটে পাওয়া যাচ্ছে প্রিমো ‘জি সেভেন’ স্মার্টফোনটি।

walton-techshohor

ওয়ালটন জানায়, ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ২.৫ডি কার্ভড ডিসপ্লের ‘জি সেভেন’ স্মার্টফোন ১৬ দশমিক ৭ মিলিয়ন কালার সাপোর্ট করে। আছে কর্নিং গরিলা গ্লাস ২ প্রযুক্তি। উন্নত পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর।

Symphony 2018

এক জিবি র‌্যাম আর ৮ জিবি ইন্টারনাল মেমোরির সঙ্গে থাকছে গ্রাফিক্স মালি-৪০০। থাকছে ৬৪ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানোর সুবিধা।

অটোফোকাস ও এলইডি ফ্লাশসহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যাতে ফুল এইচডি মোডে ভিডিও রেকর্ড সম্ভব। ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে বলে জানিয়েছে ওয়ালটন।

ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (সেলুলার ফোন ডিপার্টমেন্ট) মাহমুদুল হাসান বলেন, ওয়ালটন সবসময়ই চায় ক্রেতাদের হাতে সর্বোচ্চ মানের সর্বশেষ ফিচারের স্মার্টফোন তুলে দিতে। এরই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ নোগাট ৭.০ চালিত প্রথম স্মার্টফোন ‘প্রিমো জি সেভেন’ বাজারে ছেড়েছি।

উন্নত ফিচারের প্রিমো জি সেভেন স্মার্টফোনের দাম ৬ হাজার ৭৯০ টাকা।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/