Maintance

উবার থেকে জেফ জোনসের পদত্যাগ

প্রকাশঃ ৬:৩৬ অপরাহ্ন, মার্চ ২০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৬ অপরাহ্ন, মার্চ ২০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের প্রেসিডেন্ট জেফ জোনস পদত্যাগ করতে যাচ্ছেন। ছয় মাস আগে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

উবারের সেবার ও কার্যক্রমের সাথে জোনসের নিয়ম নীতি মিলছে না। তাই তিনি এই পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

উবারের কর্মকর্তারা হঠাৎ করে এই পদত্যাগের কারণে মনক্ষুণ্ণ হয়েছেন জোনসের উপর। এটিকে পেশাদার মনোভাবের অভাব বলে মনে করছেন তারা।

uber-techshohor

Symphony 2018

উবার প্রধান ট্রাভিস কালানিক এই বিষয়ে বলেন, যখন আমরা নতুন সিওও নিয়োগের পরিকল্পনা করছিলাম। তখন জেফ জোনস উবারের তার ভবিষ্যৎ নেই বলে মনে করেছিলেন। তবে এভাবে হঠাৎ করে উবার কর্তৃপক্ষ না জানিয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে পদত্যাগের বিষয় জানানোটি ঠিক হয়নি।

এদিকে নানা গুঞ্জন শুনা যাচ্ছে যে, উবারের পরিচালনা বোর্ড বড় ধরনের আসতে পারে। তবে এই সম্পর্কে মুখ খোলেনি উবার প্রধান।

উল্লেখ্য সারা বিশ্বের বিভিন্ন শহরের উবারের সেবা নিয়ে নানা বির্তকের কারণে সমালোচনায় রয়েছে উবার। এছাড়া চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক উপদেষ্টার পদ নিয়ে আলোচনায় ছিল উবার। অবশেষে পদ ছেড়েছিল উবার প্রধান ট্রাভিস কালানিক।

বিবিসি অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/