Maintance

আবার নকিয়ার নতুন ফোন

প্রকাশঃ ৭:১১ অপরাহ্ন, মার্চ ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:১২ অপরাহ্ন, মার্চ ১৮, ২০১৭

 টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচএমডি গ্লোবালের হাত ধরে নানা জল্পনা-কল্পনার পরে বাজারে ফিরে এলো নকিয়া। চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দুটি স্মার্টফোন ও ৩৩১০ ফিচার ফোন উন্মুক্ত করে আলোচনায় এসেছে ‘হারিয়ে’ যাওয়া প্রতিষ্ঠানটি।

এখন সবার প্রশ্ন এরপর কি ফোন আনতে যাচ্ছে নকিয়া? নাকি আবার হারিয়ে যাবে এক সময়ের বিশ্বখ্যাত মোবাইল ব্র্যান্ডটি!

তবে এবার আর থেমে যেতে চায় না নকিয়া। ধারণা করা হচ্ছে, নকিয়া চলতি বছরের মাঝামাঝি সময়ে আরও কয়েকটি ডিভাইস নিয়ে বাজারে হাজির হচ্ছে। এর মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে আসতে পারে নকিয়া ৮।

nokia-techshohor

Symphony 2018

প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমে প্রকাশিত নানা ধরনের খবর থেকে জানা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে ডুয়েল ক্যামেরা সেটআপ নিয়ে ২৩ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে ৫.২ কিংবা ৫.৫ ইঞ্চি ২কে ডিসপ্লেও থাকতে পারে। প্রসেসর হিসেবে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট।

আরেকটি গুঞ্জনে জানা যাচ্ছে, নকিয়া ৭ নামে একটি সাশ্রয়ী দামের ফোনও বাজারে চলতি বছর আনতে পারে প্রতিষ্ঠানটি। এতে ১০৮০পিক্সেল ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লের সাইজ কতো হবে সেই সম্পর্কে জানা যায়নি।

তবে কি আনতে যাচ্ছে এই সম্পর্কে চুপ আছে এইচএমডি গ্লোবাল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্যও জানানো হয়নি।

দ্য নেক্সট ওয়েব ও ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/