Maintance

আসছে ডুয়াল ক্যামেরার জেডটিই নুবিয়া ফোন

প্রকাশঃ ৮:২৭ পূর্বাহ্ন, মার্চ ১৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩২ পূর্বাহ্ন, মার্চ ১৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নুবিয়া ব্র্যান্ডের প্রথম ডুয়াল ক্যামেরা স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে। আগামী ২১ মার্চ ফোনটি আনার ঘোষণা দেবে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। উইবোতে প্রকাশিত এক টিজারে এই তথ্য পাওয়া গেছে।

তথ্য মতে, নতুন এই ফোনের ঘোষণা হবে চীনের সেনঝেনের শিকাওতে। মজার বিষয় হলো- এখনও পর্যন্ত এই ডিভাইসের কোনো তথ্য প্রকাশ করা হয়নি, এমনকি টিনা তালিকাভুক্তিও হয়নি।

ZTE Nubia dual camera phone-TechShohor

Symphony 2018

উইবোর একজন গ্রাহকের মতে, নতুন এই নুবিয়া ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর থাকবে। যা এই প্রসেসর দিয়ে দ্বিতীয় ডিভাইস। এর আগে সনি এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়ামে ব্যবহার করা হয়েছিলো।

তবে জেডটিই কি চমক আনছে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২১ তারিখ পর্যন্ত।

জিএসএম এরিনা অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/