Maintance

উইন্ডোজ পিসিতে আসছে পিএস৪ গেইম

প্রকাশঃ ১২:১৫ পূর্বাহ্ন, মার্চ ১৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৫ পূর্বাহ্ন, মার্চ ১৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্লেস্টেশন নাউ (পিএস নাই), সনির নেটফ্লিক্স এর মতো গেইম স্ট্রিমিং সেবা তার ব্যবহারকারীদের পিএস৪ গেইমস খেলার সুযোগ দেবে। এর ফলে ব্যবহারকারীরা পিএস৪ গেইম তাদের পিএস৪ এর পাশাপাশি উইন্ডোজ পিসিতেও খেলতে পারবে।

এর পাশাপাশি গেইমগুলো খেলার জন্য ডিজিটালি ও ডিক্সে কেনার সুবিধা থাকছে। এর ফলে পিসির গেইমাররা প্লেস্টেশন নাউ এর আরও ভালো অভিজ্ঞতা পাবেন।

playstation_4 -TechShohor

তবে ঠিক কবে নাগাদ নতুন এই সেবা পাওয়া যাবে তা এখনও ঘোষণা করা হয়নি। যদিও সনি এই মুহুর্তে সেটির পরীক্ষা চালাচ্ছে।

সেবাটি চালুর আগে আমরা আরও তথ্য জানাবো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পিএস নাউতে পিএস৪ গেইম সাধারণের পরীক্ষামূলক ব্যবহারের জন্য উন্মুক্ত করবো। আপনি যদি পিএস নাই এর সক্রিয় গ্রাহক হয়ে থাকেন তাহলে ইমেইল ইনভাইটেশন পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। এমনটাই জানান প্লেস্টেশন নাউ এর সিনিয়র মার্কেটিং ম্যানেজার ব্রিয়ান ডান।

তিনি আরও জানান, সনি পিএস৩, কিছু স্মার্ট টিভি ও পিএস ভিটায় সেবা দেওয়া বন্ধ করে দিতে যাচ্ছে।

এনডিটিভি অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/