Maintance

বাতাসে ছড়াবে কম্পিউটার ভাইরাস ক্যামিলিয়ন

প্রকাশঃ ২:৫৪ পূর্বাহ্ন, মার্চ ১, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৪ পূর্বাহ্ন, মার্চ ১, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাতাসে তথা ওয়াই-ফাইয়ের মাধ্যমে সংক্রমণ ঘটিয়ে পাসওয়ার্ড ভেঙ্গে স্পর্শকাতর তথ্য চুরি করে নেবে নতুন কম্পিউটার ভাইরাস ক্যামিলিয়ন।

প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল সিনেট তাদের প্রতিবেদনে জানায়, ওয়াই-ফাইয়ের মাধ্যমে আক্রমনে সক্ষম এ ভাইরাস অ্যান্টিভাইরাস সফটওয়্যার ফাঁকি দিয়ে তারহীন সংযোগের দুর্বল প্রবেশ পথের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই একাধিক নেটওয়ার্কে ছড়িয়ে পড়ার ক্ষমতাসম্পন্ন। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লিভারপুলের বিজ্ঞানীরা এধরণের ভাইরাস তৈরি করেছেন যেটি সাধারণ সর্দি-জ্বরের মতো দ্রুতগতিতে সংক্রমণ ঘটাতে পারে।

Wi-fi-virus-hacking-malware-TechShohor

ক্যামিলিয়নকে নিয়ে বিজ্ঞানীরা ইতিমধ্যে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। ক্যামিলিয়ন সংক্রমণের দুটি নমুনা থেকে নেওয়া তথ্য অনুযায়ী, বাতাসে ছড়িয়ে পড়া জৈবিক ভাইরাসের সঙ্গে সাদৃশ্য রয়েছে নতুন এ ভাইরাসের। অফিস বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের দুর্বল প্রবেশ পথ দিয়ে ভাইরাসটি সংক্রমন ঘটাতে পারে সহজেই।

আতংকের বিষয় হলো, বাজারের অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কেবল ইন্টারনেট আর কম্পিউটারে ভাইরাস চিহ্নিত করতে পারে, তাই সেগুলোর কাছে ক্যামিলিয়ন ধরা পড়বে না।

ইউনিভার্সিটি অফ লিভারপুলের নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ের প্রফেসর অ্যালান মার্শাল জানান, যেকোনো ওয়াই-ফাই নেটওয়ার্ক সংক্রমণের পর নেটওয়ার্কটির কর্মকাণ্ডে কোনো বাঁধা সৃষ্টি না করে স্পর্শকাতর তথ্য চুরি করতে থাকে ক্যামিলিয়ন। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ওয়াই-ফাই নেটওয়ার্কের উপর হ্যাকারদের আক্রমণ বাড়ছে। এতদিন ভাবা হতো এ মাধ্যমে ভাইরাস সংক্রমণ ঘটানো সম্ভব নয়। অবশেষে তা সম্ভব হয়েছে।

ইতিমধ্যে বিজ্ঞানীরা ক্যামেলিয়ন নিয়ে গবেষণার তথ্যের উপর অনুসন্ধান করে ওয়াই-ফাই নেটওয়ার্কে ভাইরাস সংক্রমণ ঠেকানোর কার্যকর একটি উপায় খুজঁছেন।

– আল আমীন দেওয়ান

*

*

Related posts/