Maintance

অ্যান্ড্রয়েড ও আসতে পারে মে’তে

প্রকাশঃ ৯:৫১ পূর্বাহ্ন, মার্চ ৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫১ পূর্বাহ্ন, মার্চ ৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যথারীতি এ বছরও অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আনছে গুগল। এবারের সংস্করণটির নাম হতে পারে ‘অ্যান্ড্রয়েড ও’। এ নিয়ে চলছে গুঞ্জন। চলতি বছর মে মাসে অনুষ্ঠিত গুগল আইও সম্মেলনে দেখা মিলতে পারে অ্যান্ড্রয়েডের আপডেট সংস্করণটির সাথে।

সংবাদ মাধ্যম ভেনচারবিটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

android-o-techshohor

‘অ্যান্ড্রয়েড ও’তে নতুন ফিচার কী থাকবে তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এবার ওএসটিতে গুগল ‘স্মার্টফোন ফিচারের’ দিকে নজর দিতে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে তাহলে কি আগের অ্যান্ড্রয়েড সংস্কারণগুলো স্মার্ট ছিল না?

অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৭.০ নোগাট পর্যন্ত যথেষ্ট স্মার্ট ফিচার ছিলো। তবে এবারের ওএসে আরও অনেক নতুন স্মার্ট ফিচার আনতে যাচ্ছে গুগল। এর মধ্যে উল্লেখ্যযোগ্য উন্নত ফিঙ্গার জেসচার সুবিধা। ফলে ফোন আনলক অবস্থায় হোম পেইজ থেকে জেসচারের মাধ্যমে অ্যাপ চালু করা যাবে।

এছাড়া অ্যান্ড্রয়েডের এই সংস্করণটিতে থাকতে পারে কপিপেস্ট করার আরও স্মাার্ট টুল। অথাৎ কোনো কিছু কপি করতে আলাদা অ্যাপ চালু করে ট্যাপ করে কপি করে আবার তা নিদিষ্ট স্থানে পেস্ট করতে হবে না। এটি আরও দ্রুত ও সহজে করতে বিশেষ কিছু থাকছে।

তবে নতুন অপারেটিং সিস্টেমের সংস্করণ সম্পর্কে অানুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি গুগল।

অ্যান্ড্রয়েডসেন্টার ও ভেনচারবিটে অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন: 

*

*

Related posts/