![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হ্যালিও এস২৫ মডেলের নতুন স্মার্টফোন আনছে এডিসন গ্রুপ। ফোনটির অগ্রিম বুকিংয়ে উপহার পাওয়া যাবে ফাস্ট ট্র্যাক ব্র্যান্ডের একটি ঘড়ি।
ডুয়াল ব্যাক ক্যামেরার এই হ্যান্ডসেটটি মঙ্গলবার হতে প্রি-বুকিং করা যাবে। এর দাম ২১ হাজার ৯৯০ টাকা।
প্রি-বুকিংয়ে যেতে হবে এই ঠিকানায় । এছাড়া পিকাবু হতেও প্রি-বুকিং দেয়া যাবে।
প্রি-বুকিংয়ের পর গ্রাহককে ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত আউটলেটে ৩ হাজার টাকা জমা দিয়ে প্রি-বুকিং কনফার্ম করতে হবে।
১৩ এবং ৫ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরার সঙ্গে এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরাতে কিছু বিশেষ ফিচারের মধ্যে রয়েছে বোকেহ মোড।
সাড়ে ৫ ইঞ্চির এইচডি ২ দশমিক ৫ডি গ্লাসের ডিসপ্লের সঙ্গে গ্লাস প্রটেকশনে ব্যবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।
৪ জিবি র্যাম এবং ৬৪ বিট অক্টাকোর ১ দশমিক ৯৫ প্রসেসর এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এতে। ৩০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি রাখা রয়েছে স্মার্টফোনটিতে। স্প্লিট স্ক্রীণ নামে একটি ফিচারে একই স্ক্রীণে পাশাপাশি দুটি কাজ করা যাবে এই ফোনে।
আল-আমীন দেওয়ান