Maintance

নিজস্ব প্রসেসরের ফোন নিয়ে শাওমি

প্রকাশঃ ১:৩১ অপরাহ্ন, মার্চ ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৩১ অপরাহ্ন, মার্চ ১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  অ্যাপলের পথ অনুসরণ করে নিজেদের তৈরি প্রসেসরযুক্ত ফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি।

মঙ্গলবার প্রতিষ্ঠানটি ২.২ গিগাহার্টজ অক্টা কোর সার্জ এস১ প্রসেসরের ‘এমআই ৫সি’ ফোন উন্মুক্ত করেছে।

অ্যাপল, স্যামসাং ও হুয়াওয়ের পরে শাওমি চতুর্থ প্রতিষ্ঠান যারা স্মার্টফোনের জন্য নিজেরাই প্রসেসর তৈরি করছে। ফলে ফোনের প্রতিযোগিতামূলত বাজারে শাওমি যে একধাপ এগিয়ে গেলো তা বলার অপেক্ষা রাখে না।

mi5-techshohor

শাওমি জানিয়েছে, সার্জ এস১ প্রসেসরটির ক্ষমতা স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরের সমান। এছাড়াও কোয়ালকমের মিডরেঞ্জ চিপসেটের সাথে বাজারে প্রতিযোগিতা করবে এটি।

৫.১৫ ইঞ্চি ডিসপ্লের ডিভাইসটির রেজুলেশন ২৫৬০*১৬০০ পিক্সেল। ৩ গিগাবাইট র‍্যামের পাশাপাশি এতে রয়েছে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ব্যাটারি সুবিধা দিতে রয়েছে ২ হাজার ৮৬০ মিলিঅ্যাম্পিয়ার। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড নোগাট ৭.১ এর কাস্টম এমআইইউআই সংস্করণ।

ছবি তোলার জন্য ডিভাইসটির পিছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি গোল্ড, রোজ গোল্ড এবং কালো রঙে বাজারে পাওয়া যাবে।ৱ

ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২০ মার্কিন ডলার। ৩ মার্চ থেকে ফোনটি চীনের বাজারে পাওয়া যাবে।

ফোনএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন: 

*

*

Related posts/