Maintance

সনির নতুন ফোনের ভিডিও ফাঁস

প্রকাশঃ ৪:৩১ অপরাহ্ন, জানুয়ারি ২৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৭ পূর্বাহ্ন, জানুয়ারি ৩০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে ভালো অবস্থানে না থাকলেও এক্সেপেরিয়া এক্সএ(২০১৭) নামের নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে সনি। ফোনটি সম্পর্কে সনি কোনো তথ্য প্রকাশ না করলেও ইউটিউবে ফাঁস হয়েছে ফোনটির ভিডিও। ‘টেকলাভার এইচডি’ নামে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি ফাঁস হয়।

দুই মিনিটের ভিডিওটি দেখা জানা যায়, ফোনটির মডেল নম্বর জি৩১২১। ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ২৩ মেগাপিক্সেল ক্যামেরা। যা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির ডান ও বাম দুই সাইডে রয়েছে বেজের লেস ডিসপ্লে। তবে উপরের দিকে দীর্ঘ বেজেল রয়েছে।

sony-techshohor
ফোনের পিছনে রয়েছে ফ্ল্যাশসহ ক্যামেরা। ডান দিকে রয়েছে ভলিউম আপ ও ডাউন এবং পাওয়া বাটন। বাম দিকে রয়েছে সিম ও মেমোরি কার্ড স্লট।
ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৭। ভিডিওতে দেখা যায়, ফোনটিতে নিরাপত্তা জনিত আপডেট দেওয়া হয়েছে জানুয়ারির ৫ তারিখ।

ফোনটিতে কী ধরনের প্রসেসর থাকবে বা র‍্যাম কত এই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে চলতি বছর এমডব্লিউসিতে ফোনটি উন্মুক্ত করতে পারে সনি।

ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন: 

*

*

Related posts/