Maintance

শেষ দিনের বিকেলে ব্যাপক ভিড় স্মার্টফোন মেলায়

প্রকাশঃ ৫:৩৫ অপরাহ্ন, জানুয়ারি ২৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৫ অপরাহ্ন, জানুয়ারি ২৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টিকিট কাউন্টারের সমানে লাইন আছেই। আর ভিতরে ধুমচে কেনাকাটা। এডাটা স্মার্টফোন ও ট্যাব মেলার শেষ দিনের শেষ বিকেলের দৃশ্য এটা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া এডাটা স্মার্টফোন ও ট্যাব মেলার শেষ দিন শনিবার বিকেল থেকে শেষ বিকেলে এমনই ছিল।

শনিবার অনেকের ছুটির দিন হওয়ায় সকাল থেকে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সমাগম থাকলেও বিকেল শেষে দিকে তা রীতিমতো বড়সড় ভিড়ে রূপ নিয়েছে।

last day-tab expo-techshohor

Symphony 2018

মোহাম্মাদপুর থেকে মেলায় স্মার্টফোন কিনতে আসা রিয়াদ তাহের বলেন, তিনি একটি মোবাইল সেট আগেই ইন্টারনেটে দেখে এসেছেন মেরায় কিনতে। সেটা কিনেছেন অনেক কম দামে। সঙ্গে পেয়েছেন কিছু গিফট।

প্রতিটি স্টল আর প্যাভিলিয়নে ভিড় বাড়তে থাকায় স্মার্টফোন ও ট্যাবলেটের বিক্রিও বেড়েছে বলে জানান বেশ কয়েকটি স্টলের বিক্রেতারা।

এদের কয়েকজন জানান, দর্শনার্থীর পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বিক্রিও বাড়ছে। আশা করছি সন্ধ্যা ও তারপরও এমন ভিড় আর বেচাকেনা অব্যাহত থাকবে।

এডাটা স্মার্ট ফোন ও ট্যাব মেলা শেষ হবে রাত আটটায়।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/