Maintance

মটোরোলার নতুন ফোনে যা থাকবে

প্রকাশঃ ৫:৫৬ অপরাহ্ন, জানুয়ারি ২২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৬ অপরাহ্ন, জানুয়ারি ২২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সারা বছর বাজার মাতানোর প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে বাজার মাতাতে নতুন ফোন এনেছে নকিয়া। মাইক্রোসফট, অ্যাপল, স্যামসাং, শাওমি নতুন ফোন আনতে যাচ্ছে চলতি বছর।

সেই ধারবাহিকতায় পিছিয়ে থাকতে চায় না মটোরোলা। ফোন বিষয়ক বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্চে ফাঁস হয়েছে মটোরোলার নতুন ফোনের তথ্য।

গিকবেঞ্চ’য়ের তথ্যমতে মটোরোলার পরবর্তী ফোনটির মডেল নম্বর এক্সটি৬৫০। এতে থাকতে পারে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর এবং ৪ গিগাবাইট র‍্যাম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড নোগাট ৭.১.১ সংস্করণ।

moto-z-techshohor

Symphony 2018

ফোনটির মূল্য অনান্য ফ্ল্যাগশিপ ডিভাইসের মতই হতে পারে। ধারণা করা হচ্ছে যেহেতু বর্তমান সময়ে ডুয়েল ক্যামেরাযুক্ত ফোন বাজার মাতাচ্ছে তাই এই ফোনে ডুয়েল ক্যামেরা থাকতে পারে। তবে কত মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে সেই সম্পর্কে তথ্য জানা যায়নি।

এছাড়া আর কোনো তথ্য প্রকাশ হয়নি ফোনটির। কনফিগারেশন দেখে ধারণা করা হচ্ছে ,এটি মটোরোলার ফ্ল্যাগশিপ ডিভাইস হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ফোনটি বাজারে আনতে পারে মটোরোলা। ফোনটি হতে পারে মটোরোলার জেড সিরিজের ২০১৭ সংস্করণে।

ফোনএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন: 

*

*

Related posts/