Maintance

‘ডিজিটাল ইকোনমির পথে বাংলাদেশ’

প্রকাশঃ ৩:০৭ পূর্বাহ্ন, জানুয়ারি ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:১২ পূর্বাহ্ন, জানুয়ারি ১৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিজিটাল ইকোনমির যথাযথ প্রয়োগ ও প্রতিফলনের অন্যতম উদাহরণ বাংলাদেশ। আগামী দিনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এই ডিজিটাল ইকোনমির সর্বোৎকৃষ্ট উদাহরণ হবে।

মঙ্গলবার বিকালে (বাংলাদেশ সময়) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সভার ‘ডিজিটাল ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক এক মিনিস্ট্রেরিয়াল সভায় এসব কথা বলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সভায় তিনি বাংলাদেশের ডিজিটাল উন্নয়নের নানা সফলতার কথা তুলে ধরেন।

পলক বলেন, শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ সকল ক্ষেত্রে ইন্টারনেট প্লাস স্ট্রাটেজির প্রয়োগের মাধ্যমে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান ও অবকাঠামো সৃষ্টির মাধ্যমে আইটি-আইটিএস খাতে শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থান করা হচ্ছে।

palak.techshohor

‘হাইটেক সিটি, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি পার্ক স্থাপন ও তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক বাণিজ্য প্রসারে ব্যবসায়ীদের প্রণোদনা এবং সর্বোপরি দেশব্যাপী প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো সৃষ্টির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের সুচিন্তিত কার্যক্রম বাস্তবায়ন এগিয়ে চলেছে।’

নানা ধরনের প্রশিক্ষণ ও উদ্যোক্তাদের জন্য নেয়া কার্যক্রম এবং দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ইনক্লুশন প্রক্রিয়ায় সমাজের সকল অংশের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করা হচ্ছে, গড়ে তোলা হয়েছে যুগোপযোগী স্টার্টআপ কালচার।

তিনি সভায় জানান, অনলাইন ট্যাক্স রিটার্ণ, অনলাইন টেন্ডারিং, অনলাইন ও মোবাইল ব্যাংকিং, ইউটিলিটি বিলসহ প্রায় সকল সরকারি সেবার বিল অনলাইনে প্রদানের মাধ্যমে বর্তমানে ৬৯ শতাংশ সরকারি লেনদেন অনলাইনেই পরিশোধ করা হচ্ছে।

সভায় শ্রীলংকার টেলিকমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রী হারিন ফার্নান্দো, পাকিস্থানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আনুশা রহমান খান, ইন্টারনেট ম্যাটারস এর লিন সেন্ট আমুর, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ডিজিটাল ইকোনমি অ্যান্ড সোসাইটির নির্বাহী চেয়ারম্যানের সিনিয়র উপদেষ্টা ফাডি ছেহাডিও অংশ নেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০১৬ সালের ১২ মার্চ জুনাইদ আহমেদ পলককে ইয়ং গ্লোবাল লিডার মনোনীত করেছে।

আল-আমীন দেওয়ান 

*

*

Related posts/