Maintance

শিগগিরই আসছে সারফেস প্রো ৫

প্রকাশঃ ৮:৪৫ পূর্বাহ্ন, জানুয়ারি ২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:২১ পূর্বাহ্ন, জানুয়ারি ২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গত বছরের প্রথম দিকে উইন্ডোজ ১০ নির্ভর ট্যাবলেট ও ল্যাপটপের সমন্বয়ে হালকা ও পাতলা সারফেস প্রো ৪ উন্মোচন করে মাইক্রোসফট। তারই ধারাবাহিকতায় এবছরের প্রথম প্রান্তিকেই নতুন সারফেস প্রো আনার কাজ করছে সফটওয়্যার জায়ান্টটি।

সারফেস প্রো ৫ নামের একের ভিতর দুই সুবিধার এই ট্যাবলেটে থাকবে আল্ট্রা-এইচডি ডিসপ্লে, ম্যাগনেটিক চার্জিং স্টাইলাস এবং পেগাট্রন প্রযুক্তি। ডিজিটাইমস প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানানো হয়েছে।

Surface Pro 4-TechShohor

Symphony 2018

এর আগে সারফেস প্রো ৪ এর পিক্সেল সেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছিলো। এতে ছিলো পূর্ণাঙ্গ মাইক্রোসফট অফিস ব্যবহারের সুবিধা, সারফেস পেন, মাইক্রোসফট এইজ ও কর্টানা।

৬ষ্ট প্রজন্মের কো এম, কোর আই৫ ও কোর আই৭ প্রসেসরের ভিন্নতায় শিক্ষার্থী ও প্রফেশনালস থেকে শুরু করে সবার জন্যই বাড়তি কিছু করার সুবিধা দিতে এই ডিভাইসটি আনা হয়েছিলো। নতুন সারফেস প্রোতে সারফেস পেন থাকবে যা সারফেস বুক ৫ সমর্থন করবে। আর এটি ম্যাগনেটিক চার্জ ব্যবহার করবে।

বিজিআর অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/