Maintance

অ্যাপল স্টোরে আবারও ডাকাতি

প্রকাশঃ ১০:৩৫ অপরাহ্ন, ডিসেম্বর ৯, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৬ অপরাহ্ন, ডিসেম্বর ৯, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলের আইফোন চুরি বা ডাকাতির পরিমাণ বেড়েই চলেছে। গত ২৫ ও ২৯ নভেম্বর সান ফ্রান্সিসকোতে অ্যাপল স্টোরে ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে অ্যাপলকে আরও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ সম্প্রতি ডাকাতির দুটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, তিনজন ডাকাত হটাৎ করেই স্টোরে ঢুকে পড়ে, সামনে সাজিয়ে রাখা ফোনগুলোর থেকে যতগুলো সম্ভব নিয়ে নেয় এবং ঝড়ের গতিতে বেরিয়ে যায়। পুরো প্রক্রিয়াটি শেষ করতে ১৫ সেকেন্ডেরও কম সময় নেয় তারা।

একইভাবে দ্বিতীয় ভিডিওতে চারজনকে দেখা যায়। যারা একইভাবে একই স্থান থেকে ফোনগুলো নিয়ে দ্রুত সটকে পড়ে।

Symphony 2018

উভয় ক্ষেত্রে কর্মী এবং ক্রেতারা হতভম্ব হয়ে যায় এবং কিছুই করতে পারে না। তারা শুধু ফোনগুলো নিয়ে ডাকাতদের চলে যাওয়াকেই দাড়িয়ে দাড়িয়ে দেখতে থাকে।

প্রকাশিত ভিডিওগুলোর মাধ্যমে তদন্তে নতুন মাত্রা আসবে বলে মনে করছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

অ্যাপল স্টোরে চুরি বা ডাকাতির ঘটনা এবারই প্রথম নয়। গত জুনে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ একজন অ্যাপল কর্মীকে আইফোন চুরির দায়ে আটক করে। এছাড়া অক্টোবরে সাবেক অ্যাপলকর্মীর ১৩ হাজার ডলার মূল্যমানের আইফোন চুরির অভিযোগ পাওয়া যায়।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/