Maintance

অ্যাসোসিও অ্যাওয়ার্ড নিলেন স্মার্ট এমডি

প্রকাশঃ ৭:৫৭ অপরাহ্ন, নভেম্বর ১৫, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ অপরাহ্ন, নভেম্বর ১৫, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এশিয়ার আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি’র স্বীকৃতির পুরস্কার গ্রহণ করলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম।

মঙ্গলবার মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের নভোটেল ইয়াঙ্গুন ম্যাক্স হোটেলে চলা পাঁচ দিনব্যাপী ‘অ্যাসোসিও আইসিটি সামিটে-২০১৬’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক মহাসচিব জহিরুল।

এর আগে আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি’ ক্যাটাগরিতে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি পণ্য আমদানীকারক ও পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়।

Symphony 2018

acosio.techshohor

তথ্যপ্রযুক্তিতে এশিয়ার অন্যতম বৃহৎ সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) অ্যাওয়ার্ড এ খাতে বেশ সম্মানজনক পুরস্কার।

অ্যাসোসিও’র ইয়াঙ্গুন সম্মেলনে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেৃতত্বে একটি দল অংশ নিয়েছেন। আরও অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএস এর ২০ সদস্যদের একটি দল।

অাল-আমীন দেওয়ান

*

*

Related posts/