Maintance

পরবর্তী আইফোনে ওয়্যারলেস চার্জিং সুবিধা

প্রকাশঃ ৫:১৪ অপরাহ্ন, নভেম্বর ১১, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২১ অপরাহ্ন, নভেম্বর ১১, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইফোন ৭ বাজারে এসেছে খুব বেশিদিন নয়, এরই মধ্যে পরবর্তী ‘আইফোন ৮’ নিয়ে আসছে নানা গুজব, হচ্ছে নানা আলোচনা। আগামী বছর আইফোন ১০ তম বার্ষিকী। ফলে একটি বড় মাইলফলক আসছে কোম্পানির জন্য। তাই বিগত বছরগুলোর চেয়ে আগামী বছরে প্রত্যাশার চেয়েও অনেক বেশিই দেখা মিলতে পারে।

আইফোন ৮ সম্পর্কে সর্বশেষ যে গুজবটি শোনা গেছে তা হলো ওয়্যারলেস চার্জি। যদিও প্রযুক্তিটি নতুন নয়, আইফোনের ক্ষেত্রে না হলেও অন্য ফোনের ইতিধ্যেই সুবিধাটি চলে এসেছে। তবে অ্যাপলের প্রযুক্তি অবশ্যই এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক।

iphone concept-TechShohor

জানা গেছে, সচরাচর ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে ফোনকে একটি ওয়্যারলেস চার্জিং স্টেশনে রাখতে হয়। কিন্তু অ্যাপলের ওয়্যারলেস চার্জিং সত্যিকার অর্থের ওয়্যারলেস বা তারবিহীন হবে। অ্যাপল আইফোন ৮ এর এমনই কিছু মডিউল ব্যবহার করতে চাইছে যা ওয়াল আউটলেট থেকে চার্জ ট্রান্সমিট করবে। আর এর মাধ্যমে ১৫ ফিটের মধ্যে থাকা আইফোন ৮ চার্জ হবে। এমনটি হলে এটি সত্যিই ওয়্যারলেস হবে।

ফোন এরিনা অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/