Maintance

শেরেবাংলা নগরে বিটিসিএলের ২০০০ ল্যান্ডফোনের নম্বর বদল

প্রকাশঃ ৪:১০ অপরাহ্ন, নভেম্বর ২, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ন, নভেম্বর ২, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিটিসিএলের ২০০০ হাজার ল্যান্ডফোনের নম্বর পরিবর্তন করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএল জানায়, আধুনিক ও উন্নত সেবা দিতে  শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের ৮১২ ও ৮১৩ সিরিজের প্রায় ২০০০ টেলিফোন নম্বর বদল করা হয়েছে।

শুক্রবার হতে পর্যায়ক্রমে ৮ ডিজিটের নতুন নম্বর কার্যকর হবে এসব সংযোগে।

btcl-landphone-techshohor

গ্রাহকদের পুরাতন নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের ওয়েবসাইট হতে জেনে নিতে বলা হয়েছে।

তবে গ্রাহকদের এই নম্বর পরিবর্তনের বিষয়টি টেলিফোন কলের মাধ্যমে অবহিত করা হবে বলে জানিয়েছে বিটিসিএল। এছাড়া ৮১৪২০০০, ৯১১৮৯১৯ এবং ৯১১০৫০০ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

আল-আমীন দেওয়ান

*

*

Related posts/