Maintance

কী থাকবে ওয়ানপ্লাসের নতুন ফোনে?

প্রকাশঃ ৮:১৫ অপরাহ্ন, অক্টোবর ৩০, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:১১ অপরাহ্ন, অক্টোবর ৩০, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে। তবে ফোনটি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবুও ইন্টারনেটে ফোনটি নিয়ে নানা গুঞ্জন ও তথ্য ফাঁস হচ্ছে। প্রতিষ্ঠানটির নতুন ফোনের নাম হতে পারে ওয়ানপ্লাস থ্রি।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো’তে ফাঁস হয়েছে ফোনটির তথ্য। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ছবি তোলার জন্য ডিভাইসটিতে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

সেখানে থাকবে আইএমএক্স৩৯৮ সেন্সর। বর্তমানে ওয়ানপ্লাস থ্রিতে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হলেও তাতে সনির পুরানো আইএমএক্স সেন্সর ব্যবহার হচ্ছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

oneplus-3-galaxy-s7-techshohr

Symphony 2018

ফোনটিতে আরও থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এদিকে ফোনের তথ্য ফাঁস জনপ্রিয় আইডি ইভান ব্লাসের ফাঁস হওয়ার তথ্য থেকে জানা যায়, নতুন ওয়ানপ্লাস ডিভাইসের দাম হবে সর্বশেষ ওয়ানপ্লাস থ্রি থেকে ৮০ ডলার বেশি হতে পারে। এতে থাকবে মেটাল বডি।

ফোনটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে। তবে ওয়ানপ্লাস ওয়ান অফিসিয়ালভাবে কোনো তথ্য জানায়নি।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন: 

*

*

Related posts/