Maintance

মোবাইল তরঙ্গ ক্ষতিকারক নয়!

প্রকাশঃ ১১:২০ পূর্বাহ্ন, ফেব্রুয়ারি ১৪, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:২০ পূর্বাহ্ন, ফেব্রুয়ারি ১৪, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেক আগে থেকেই শোনা যাচ্ছিলো, মোবাইল ফোন ও এর টাওয়ার থেকে নির্গত তরঙ্গ শরীরের পক্ষে ক্ষতিকারক। তবে এই বিষয়টিকে ভুল প্রমাণ করেছেন গবেষকরা! তারা জানিয়েছেন, মোবাইল ফোনের কিংবা টাওয়ার থেকে নির্গত তরঙ্গ স্বাস্থ্যের উপর কোনও প্রভাব ফেলে না।

ব্রিটেনের মোবাইল টেলিকমিউনিকেশন অ্যান্ড হেলথ রিসার্চ প্রোগ্রামের পক্ষ থেকে বিশ্বব্যাপি মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি নিয়ে গবেষনা করেন গবেষকরা। তারা জানান, শিশু অবস্থায় ক্যান্সার বা রক্তের ক্যান্সারের (লিউকোমিয়া) কারণ নয় মোবাইল ফোন। প্রায় এক দশকের গবেষনার পর এই তথ্য পাওয়া গেছে।

Mobile user girl

Symphony 2018

ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ বিশেষজ্ঞ মার্টিন গ্লেডহিল বলেন, গর্ভবতী অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার গর্ভস্থ ভ্রুনের কোনও ক্ষতি করে না। মস্তিস্কে টিউমার, মাথা যন্ত্রণা এসবেরও কোনও কারণ হিসেবে ধরা পড়েনি মোবাইল ফোন কিংবা টাওয়ার থেকে নির্গত তরঙ্গ।

আর এর ফলে বহুদিন ধরে ভেবে আসা অভিশাপ থেকে মুক্তি পেয়েছে মোবাইল ফোন ও টাওয়ার।

– সায়েন্স ডেইলি ও বিভিন্ন ওয়েবসাইট অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/