Maintance

আইফোন ৬ ক্যামেরা বানাবে সনি, ছবি ফাঁস

প্রকাশঃ ৬:২৯ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৩, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৯ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলের আইফোন ৬ উম্মোচন হওয়ার দিন যত ঘনিয়ে আসছে প্রযুক্তি সংবাদ মাধ্যমগুলো ততোই সরব হচ্ছে নতুন এ স্মার্টফোন নিয়ে। এ ফোনের ক্যামেরা তৈরিতে যৌথভাবে সনির সঙ্গে কাজ করবে টেক জায়ান্টটি।

এ খবর প্রকাশের পরদিন বৃহস্পতিবার নতুন আইফোন ৬ এর ছবি পাওয়া গেছে। গত বছর আইফোন ৫এস এবং আইফোন ৫সি ছবি ফাঁস করে আলোচনায় আসে সনি ডিকসন নামের এক ব্যক্তি। যা পরে ঠিক মিলে। এবারও তিনি ছবি ফাঁস করেছেন।

iPhone 6_techshohor

ছবির সোর্স হিসেবে ডিকসন @mornray886 নামে টুইটার একাউন্টের কথা উল্লেখ করেছেন।

এদিকে অ্যাপলের হাজারো লুকোচুরির মধ্যে জানা যায় আইফোন ৬ এ থাকতে পারে ১০ মেগাপিক্সেলের ক্যামেরা। থাকবে উন্নত মানের লেন্স।

Symphony 2018

নতুন আইফোনে ব্যবহার করা হতে পারে সিএমওএস সেন্সর যা লাইট ফিল্টার করে আরও উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।

আর ক্যামেরার সেন্সর সরবারহ করবে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। দীর্ঘদিন ধরে আইফোনের ক্যামেরায় সিমোস সেন্সর সরবরাহ করছে সনি। নতুন ফোনে ক্যামেরা তৈরির বিষয়ে অ্যাপল ও সনির চুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

ফাঁস হওয়া ছবি থেকে জানা যায় নতুন আইফোন আগের মডেল ৫এস থেকে অনেক পাতলা হবে। এর ডিসপ্লে আকৃতিতেও বড় পরিবর্তন আসতে পারে।

বর্তমান আইফোনের ডিসপ্লে ৪ ইঞ্চি। ফাঁস হওয়া ছবি থেকে নতুনটির আকার ৪.৭ অথবা ৫.৫ ইঞ্চি হতে পারে। তবে ফিঙ্গারপিন্ট সেন্সর বাটনটি আইফোন ৫এস এর মতই রয়েছে।

এখন দেখার বিষয় গুজব আর বাস্তব কতটুকু মিলে যায়। অ্যাপল ভক্তরাও অপেক্ষায় রয়েছেন নতুন চমকের জন্য।

– ফোনএরিনা ও ম্যাশাবল অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/