Maintance

জ্যাক বিহীন আইফোনের জন্য হেডফোন

প্রকাশঃ ৭:২৪ অপরাহ্ন, অক্টোবর ৯, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৪ অপরাহ্ন, অক্টোবর ৯, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইফোন ৭ এ কোনো হেডফোন জ্যাক না রাখায় শুরুতেই বেশকিছু সমালোচনার মুখে পড়েছিল অ্যাপল। তবে ‘নতুন কিছু’ করতে জ্যাকের বদলে প্রথম তারা ব্লুটুথের মাধ্যমে হেডফোন ব্যবহারের জন্য এমন উদ্যোগ নেয়। তবে এবার তৃতীয় পক্ষ হিসেবে আইফোন ৭ এর প্রথম লাইটনিং কানেক্টরের হেডফোন এনেছে মার্কিন প্রতিষ্ঠান জেবিএল।

মার্কিন এই অডিও ইলেক্ট্রোনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি হেডফোন চজ্যাকের বদলে লাইটনিং পোর্ট দিয়েই হেডফোনের কাজ করবে বলে জানিয়েছে।

একইসঙ্গে প্রতিষ্ঠানটি যারা ৩.৫ এমএম এর হেডফোন জ্যাক ব্যবহার করছেন তাদের জন্য কনভার্টারও এনেছেন।

JBL-Headphone-for-iphone-7-Techshohor
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, জেবিএল তৃতীয় পক্ষ হিসেবে আইফোন ৭ ও ৭ প্লাসের জন্য ‘রিফ্লেক্ট অ্যাওয়ার’ নামে এমন হেডফোন এনেছে।

Symphony 2018

তবে যদিও হেডফোনটিকে নয়েজ কান্সেলিং বলা হচ্ছে কিন্তু এটির মান ‘বোস’-এর তৈরি নয়েজ ক্যান্সেলিং হেডফোনের মত নয়। তবে হেডফোনটিতে নয়েজ কান্সেলের জন্য রাখা হয়েছে আলাদা বাটন।

হেডফোনটির দাম রাখা হচ্ছে ২০০ মার্কিন ডলার।

সিনেট অবলম্বনে ইমরান হোসেন মিলন

আরও পড়ুন: 

*

*

Related posts/