Maintance

ভুলবশত আইফোন ৭ এর ছবি প্রকাশ করল অ্যাপল

প্রকাশঃ ১১:৩৪ অপরাহ্ন, সেপ্টেম্বর ৭, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৫ অপরাহ্ন, সেপ্টেম্বর ৭, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুজবই সত্যি হচ্ছে। আইফোন ৭ নামেই আসছে অ্যাপলের পরবর্তী স্মার্টফোন। আর উন্মোচনের আগেই ভুলবশত আইফোন ৭ এর ছবি প্রকাশ করেছে অ্যাপল।

আজ (বুধবার) রাত বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায় অ্যাপলের গালা ইভেন্ট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই টুইটারে আইফোন ৭ এর ছবি প্রকাশ করে অ্যাপল। সেখানে আগামী ১৬ সেপ্টেম্বর নতুন এই স্মার্টফোন বাজারে আসবে বলে ঘোষনাও দেওয়া হয়। তবে প্রকাশের কয়েক মিনিট পরেই ছবিসহ টুইটটি মুছে ফেলা হয়েছে।

Symphony 2018

Iphone 7-TechShohor

মূলত টিম কুক নতুন আইফোনের ঘোষনা দেওয়ার পরই ছবিটি প্রকাশ করা কথা। ভুলবশত প্রকাশ হওয়াতেই সেটি মুছে ফেলা হয়।

বিস্তারিত আসছে…

*

*

Related posts/