Maintance

ভারতে গুগলের ফ্রি ওয়াই-ফাই

প্রকাশঃ ৯:০৫ পূর্বাহ্ন, আগস্ট ২৩, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ অপরাহ্ন, আগস্ট ২৩, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিজিটাল ইন্ডিয়া বাস্তবায়নে সহায়তা করতে দেশটির বিভিন্ন রেল স্টেশনে বিনামূল্যের ওয়াই-ফাই ইন্টারনেট সেবা দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

গুগল রেলওয়্যার নামের এ সেবা মুম্বাইয়ের আটটি রেল স্টেশনে সোমবার উদ্বোধন করা হয়।

চলতি বছরের প্রথমদিকে পরীক্ষামূলকভাবে এসব স্টেশনে এ সেবা চালু করা হয়েছিল। ১ জিবিপিএস গতিতে এ সেবা দেয়া হচ্ছে। যাত্রীরা যাতে নিরবিচ্ছিন্নভাবে ওয়াই-ফাই সেবা পান সেজন্য ৩১৮টি অ্যাক্সেস পয়েন্ট, ১২০টি অ্যাক্সেস সুইচ ও ৩০টি ফাইবার সুইচ ইনস্টল করা হয়েছে।

Symphony 2018

Free Wifi by Google at India-TechShohor

ব্যবহারকারীরা মোবাইল নাম্বার প্রদানের মাধ্যমে পাওয়া পিন ব্যবহার করে এ সেবা পাবেন।

দেশটির আরও ২৪ স্টেশনে ওয়াই-ফাই সেবা চালুর প্রক্রিয়া চলছে। গুগল জানিয়েছে, বছরের শেষ নাগাদ ভারতের শতাধিক স্টেশনে বিনামূল্যের এ সেবা দেওয়া হবে।

ফোনএরিনা অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/