Maintance

রোববার থেকে ‘টেক শহর ক্রিকেট ফেস্ট’

প্রকাশঃ ৩:০০ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৮, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৭ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৮, ২০১৪

তুহিন মাহমুদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ‘সহজ জীবনের ঠিকানা’ স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়া তথ্যপ্রযুক্তি ও টেলিকম পোর্টাল ‘টেকশহর ডটকম’ আয়োজন করেছে ‘টেক শহর ক্রিকেট ফেস্ট ২০১৪’। আগামী রোববার থেকে এ ক্রিকেট উৎসব শুরু হবে কলাবাগান ক্রিকেট মাঠে।

তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে আটটি দল প্রথম রাউন্ডে খেলবে।

গ্রুপে এ-তে আছে, কম্পিউটার সোর্স লিমিটেড, ডেল, কম্পিউটার জগৎ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

গ্রুপ বি-তে আছে, স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, বিডিজবস ডটকম, ডেভসটিম ও টেক শহর।

TechShohor Cricket fest 2014

প্রতিটি দলে খেলবে ৯ জন করে। অতিরিক্ত হিসেবে থাকবে ৪ জন খেলোয়াড়। টেপ টেনিস বলের এ টুর্নামেন্টে গ্রুপ ও সেমি-ফাইনাল পর্যায়ে ১৫ ওভারের খেলা হবে। ফাইনাল ম্যাচটি হবে টি-২০।

চূড়ান্ত পর্বের বিজয়ী ও রানার-আপ দলকে ট্রপি পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া দুই দলের অংশগ্রহণকারী খেলোয়াড়ের জন্যও থাকছে পুরস্কার।

ম্যাচ অব দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ রান সংগ্রহকারী ও উইকেট সংগ্রহকারী খেলোয়াড়ও পাবেন বিশেষ পুরষ্কার।

টি-২০’র আন্তর্জাতিক নিয়মানুসারে খেলার সকল নিয়মকানুন পরিচালিত হবে।

Symphony 2018

ফিকচার

৯ ফেব্রুয়ারি ২০১৪
সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান
ম্যাচ ১ (০৬.২০) : কম্পিউটার সোর্স বনাম বিআইজেএফ
ম্যাচ ২ (০৮.৪৫) : বিডিজবস বনাম স্মার্ট টেকনোলজিস

১০ ফেব্রুয়ারি ২০১৪
ম্যাচ ৩ (০৬.১০) : ডেল বনাম কম্পিউটার জগৎ
ম্যাচ ৪ (০৮.৩০) : ডেভসটিম বনাম টেক শহর

১১ ফেব্রুয়ারি ২০১৪
ম্যাচ ৫ (০৬.১০) : কম্পিউটার সোর্স বনাম ডেল
ম্যাচ ৬ (০৮.৩০) : স্মার্ট টেকনোলজিস বনাম ডেভসটিম

১২ ফেব্রুয়ারি ২০১৪
ম্যাচ ৭ (০৬.১০) : বিআইজেএফ বনাম কম্পিউটার জগৎ
ম্যাচ ৮ (০৮.৩০) : টেক শহর বনাম বিডিজবস

১৬ ফেব্রুয়ারি ২০১৪
ম্যাচ ৯ (০৬.১০) : কম্পিউটার সোর্স বনাম কম্পিউটার জগৎ
ম্যাচ ১০ (০৮.৩০) : টেক শহর বনাম স্মার্ট টেকনোলজিস

১৭ ফেব্রুয়ারি ২০১৪
ম্যাচ ১১ (০৬.১০) : ডেল বনাম বিআইজেএফ
ম্যাচ ১২ (০৮.৩০) : বিডিজবস বনাম ডেভসটিম

১৮ ফেব্রুয়ারি ২০১৪ – সেমিফাইনাল
ম্যাচ ১৩ (০৬.১০) : এ-১ বনাম বি-২
ম্যাচ ১৪ (০৮.৩০) : বি-১ বনাম এ-২

১৯ ফেব্রুয়ারি ২০১৪ – ফাইনাল
০৬.১৫ : গ্রুপ এ সেমিফাইনাল বিজয়ী বনাম গ্রুপ বি সেমিফাইনাল বিজয়ী
০৮.৪৬ : পুরস্কার বিতরণী অনুষ্ঠান

*

*

Related posts/