Maintance

পোকেমন গো’র ২০০ মিলিয়ন আয়ের রেকর্ড

প্রকাশঃ ১২:৩০ পূর্বাহ্ন, আগস্ট ৮, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ পূর্বাহ্ন, আগস্ট ৮, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ত্রুটি ও ফিচার নিয়ে গ্রাহকদের নানা অভিযোগের মাঝেও বিশ্ব মেতে আছে ভার্চুয়াল রিয়েলিটি ও জিপিএসভিত্তিক মোবাইল গেইম পোকেমন গো। উন্মুক্ত হওয়ার প্রথম মাসেই সর্বোচ্চ ২০০ মিলিয়ন ডলার আয়ের রেকর্ডও গড়েছে গেইমটি।

অ্যাপ বিশ্লেষণ প্লাটফর্ম সেন্সর টাওয়ার জানিয়েছে, খেলোয়াড়দের কাছ থেকে ইতিমধ্যেই ২০০ মিলিয়নের অধিক আয় করেছে পোকেমন গো।

পোকেমন গো’র এই আয় এ বছরের আরেকটি জনপ্রিয় অ্যাপ ক্ল্যাস রয়েলের প্রথম মাসের আয়ের দ্বিগুন। এছাড়া এই আয় আরেকটি জনপ্রিয় গেইম ক্যান্ডি ক্রাশ সোডা সাগার চেয়ে প্রায় ৪ গুন।

pokemon-go-first-month-cumulative-worldwide-revenue-TechShohor

গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরের হিসাব অনুযায়ী এই তথ্য প্রকাশ করেছে সেন্সর টাওয়ার।

তাদের প্রকাশিত তথ্যে গেইমটির ভবিষৎ সম্ভাবনা যাত্রা শুরুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও উল্লেখ করা হয়েছে। সেখানে জানানো হয়, জুলাইয়ের মাঝামাঝি যখন জাপানে পোকেমন গো চালু করা হয় তখনই গেইমটির আয় দ্রুত বাড়তে থাকে।

গত সপ্তাহে এশিয়ার আরও ১৫টি দেশে পোকেমন গো চালু করা হয়েছে, যা গেইমটির অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। যদিও এশিয়ার সবচেয়ে বড় বাজার কোরিয়া, ভারত ও চীনে গেইমটি চালু করা হয়নি।

টেক ক্রাঞ্চ অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/