Maintance

ভিউ নিরীক্ষা করবে ইউটিউব

প্রকাশঃ ১১:৫২ পূর্বাহ্ন, ফেব্রুয়ারি ৬, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১০ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৬, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউটিউবে প্রচারিত ভিডিও ভিউ বাড়াতে নানা কারসাজি চলে। এবার তাদের জন্য দু:সংবাদ অপেক্ষা করছে বলে ঘোষণা দিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ার সাইটটি।

এখন থেকে শেয়ারকরা ভিডিওগুলোর ওপর নিয়মিত বিরতিতে নিরীক্ষা কার্যক্রম চালানোর কথা জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

youtube_techshohor

এর মাধ্যমে ভিডিওগুলো কতবার সত্যিকার অর্থে ভিউ করা হচ্ছে সেই সংখ্যাটি সঠিকভাবে জানা যাবে। একই সঙ্গে কারচুপি ঠেকাতে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Symphony 2018

অভিযোগ রয়েছে, অনেক ইউটিউব ব্যবহারকারী নিজেদের ভিডিও ভিউয়ার বাড়ানোর জন্য বিশেষ প্রোগামের মাধ্যমে ভুয়া এবং স্বয়ংক্রিয়ভাবে ভিউ যোগ করছেন। এ জন্য গুগল ইউটিউবে স্প্যাম ভিউ স্ক্যানিং সিস্টেম চালু করছে।

এক ব্লগ পোস্টে ইউটিউব কর্তৃপক্ষ জানায়, অনেক ভিডিও আপলোডকারী তাদের ভিডিও ক্লিপের জনপ্রিয়তা প্রমাণের জন্য অসমর্থিত উপায়ে ভিডিও ভিউ বাড়াচ্ছে। যদিও এ সংখ্যা খুব বেশি না। এ প্রবণতা রোধ করতে প্রতিটি ভিডিও নিরীক্ষা করে দেখা হবে।

যে সব প্রতিষ্ঠান ফেইক ভিউ বিক্রি করছে তাদের ব্যাপারেও সর্তক থাকার পরামর্শ দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। তবে কি ব্যবস্থা নেওয়া হবে সে কথা জানানো হয়নি।

– বিবিসি অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/