Maintance

ফটোশপে ওবামা-ক্লিনটনের আলিঙ্গনের ভিন্নরুপ

প্রকাশঃ ১:৪৭ অপরাহ্ন, জুলাই ২৯, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৮ অপরাহ্ন, জুলাই ২৯, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে সবচেয়ে বড় মুহুর্ত ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষন। যেখানে দেশটির পরবর্তী নেতৃত্ব হিলারি ক্লিনটনের দিকে ধাবিত হচ্ছে বলে নিশ্চিত করা হয়।

আর এটি শেষ হয় বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের আলিঙ্গনের মাধ্যমে। আর সেই আলিঙ্গনের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে।

Obama-clinton-hug-3-TechShohor

তবে সেখানেই শেষ নয়! এই ছবি ফটোশপের মাধ্যমে ভিন্নরুপে অনলাইনে ঘোরাঘুরি করছে। যেখানে স্থান, ব্যক্তিদের আলাদা করে দেখানো হচ্ছে। শুরুটা হয় রেডিটে ফটোশপব্যাটলস থেকে।

আর এই ব্যাটল রাজনৈতিক না হয়ে বরং মজার রুপ নিয়েছে। নিচে তেমনই কিছু ছবি প্রকাশ করা হলো।

ম্যাশেবল অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

Related posts/