Maintance

ডিয়ার জিন্দেগির উত্তাপ টুইটারে

প্রকাশঃ ১২:২০ অপরাহ্ন, জুলাই ২১, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৩ অপরাহ্ন, জুলাই ২১, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্ব এখন প্রিজমাতে মাতোয়ারা। থেমে নেই তারকারাও। এ দলে যোগ দিয়েছেন শাহরুখ খান ও আলিয়া ভাটও। তাদের টুইটার অ্যাকাউন্টে প্রিজমা অ্যাপে রিটাচ করা একটি ছবি আপলোড করে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমার উত্তাপ ছড়ানো শুরু করেছেন।

ছবিটির সাথে শাহরুখকে উদ্দেশ্য করে মহেশ ভাট কন্যা লিখেছেন, ‘ডিয়ার জিন্দেগি, ইজ ইট ওকে নট টু বি ওকে?’

শাহরুখও তার উত্তর দিয়েছেন ভালোভাবেই। তারপরে আবার পোস্টে আলিয়া লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমি কী করে চলব? আমার এত প্রশ্ন রয়েছে, তোমার কাছে কি সব উত্তর রয়েছে?’

sahrukh khan-prizma-techshohor

শাহরুখ অবশ্য আগামী ২৫ নভেম্বরে সাক্ষাতের সময় দিয়ে এসব প্রশ্নের উত্তর দেওয়ার কথা জানিয়েছেন। এবং সেটি পাশের সিনেমা হলে।

Symphony 2018

গৌরী শিন্ডের নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’র শুটিং চলছে। এতে আলিয়া ও শাহরুখ, দু’জনেই অভিনয় করছেন। এটিই তাদের প্রথম জুটি।

এই সিনেমাতে আরও রয়েছেন আদিত্য রায় কাপুর, আলি জাফর, কুনাল কাপুর এবং অঙ্গদ বেদি।

আগামী ২৫ নভেম্বর সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

টিওই অবলম্বনে রুদ্র মাহমুদ

আরও পড়ুন: 

*

*

Related posts/