![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের শীর্ষস্থানীয় ও সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে দশম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গের হাত ধরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
হার্ভার্ড ইউনিভার্সিটির ডর্ম রুমে ‘দ্য ফেইসবুক’ নামে প্রতিষ্ঠিত ফেইসবুকের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২০ কোটি। পৃথিবীর মোট জনসংখ্যার ৭ ভাগের এক ভাগ প্রতি মাসে অন্তত একবার ওয়েবসাইটটি ভিজিট করে। মূলত হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনলাইনে এক জায়গায় আনার পরিকল্পনায় এই ওয়েবসাইটটি তৈরি করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য ১৫০ বিলিয়ন ডলার।
বর্তমানে ফেইসবুকের ওয়ালে এক ট্রিলিয়নের অধিক স্ট্যাটাস, টেক্সট পোস্ট ও অন্যান্য কনটেন্ট রয়েছে। আর এসব কনটেন্টকে ফেইসবুকের গ্রাফ সার্চ সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইনডেক্স করার চেষ্টা করা হচ্ছে। ফেইসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, এর মোট বিজ্ঞাপন আয়ের অর্ধেকই আসছে মোবাইল ডিভাইস থেকে।
জুকারবার্গের জন্য এটাই শুধু মাইলস্টোন নয়, আগামী মে মাসে তিনি ৩০তম জন্মদিন পালন করতে যাচ্ছেন।
– কম্পিউটার ওয়ার্ল্ড অবলম্বনে তুহিন মাহমুদ