Maintance

অনুমোদন পেল কর্মজীবী নারীদের ১১ ইমোজি

প্রকাশঃ ১:০৭ অপরাহ্ন, জুলাই ১৬, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ন, জুলাই ১৬, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছরের মে মাসে কর্মজীবী নারীদের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে ১৩টি ইমোজির প্রস্তাব করে সার্চ জায়ান্ট গুগল। এই ইমোজিগুলো অনুমোদনের দায়িত্বে ছিল অলাভজনক সংস্থা ইউনিকোড কনসোর্টিউম।

গুগলের প্রস্তাবিত ১৩টি ইমোজি যাঁচাই-বাছাই করে ১১টিকে অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি।

যেকোনো ধরনের ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপে এই ইমোজিগুলো ব্যবহার করা যাবে। ইমোজিগুলোতে বিভিন্ন পেশার কর্মজীবী নারীদের তুলে ধরা হয়েছে। এরমধ্যে স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসা, খামার,  কৃষিকাজ, শিক্ষকতা, খাদ্য ও সঙ্গীত পেশা রয়েছে।

new-google-women-emojis-techshohor

শুক্রবার গুগলের অফিসিয়াল ব্লগপোস্টে জানানো হয়, ইউনিকোড কনসোর্টিউম আমাদের ১১টি ইমোজি অনুমোদন করেছে। এই ইমোজিগুলোর নারী ও পুরুষ উভয় সংস্করণই আছে। ১০০টিরও বেশি ইমোজি থেকে এগুলোকে বেছে নেয়া হয়েছে।

অন্য মানুষের তুলনায় তরুণীরা অনেক বেশি ইমোজি ব্যবহার করে থাকেন। তাদের লক্ষ্য করেই এসব ইমোজি বানিয়েছে গুগল। এসব ইমোজি মানুষকে আনন্দ দেয়ার পাশাপাশি লিঙ্গ বৈষম্যও দূর করবে।

ইমোজি বিভিন্ন মেসেজিং অ্যাপে ব্যবহার করা হয়। স্টিকার বা স্মাইলির মতোই ইমোজি কাজ করে থাকে।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে শামীম রাহমান

আরও পড়ুন: 

*

*

Related posts/