Maintance

পীড়িত মানুষের জন্য দীপিকার সঙ্গে ফেইসবুক

প্রকাশঃ ২:৩০ অপরাহ্ন, জুন ১৫, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৩০ অপরাহ্ন, জুন ১৫, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের সহযোগিতা করতে একটি টুল চালু করবে শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। আর এজন্য ফেইসবুক বেছে নিয়েছে বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনের মানসিক স্বাস্থ্য সংস্থা ইউ আর নট অ্যালোনকে।

মঙ্গলবার ফেইসবুক ঘোষণা দিয়েছে, তারা একটি শিক্ষামূলক টুল বানিয়েছে। এই টুলটি আত্মহত্যা প্রবণ ও নিজে নিজেই আহত হওয়া মানুষের সহায়তা দিতে কাজ করবে। তবে, শুধু ভারতের ফেইসবুক ব্যবহারকারীরা এই টুলটি থেকে সেবা পাবেন।

deepika_padukone_techshohor

ফেইসবুক জানিয়েছে, এই টুলটি তৈরি করা হয়েছে দীপিকা পাডুকোনের মানসিক স্বাস্থ্য সংস্থার সহযোগিতা নিয়ে। দীপিকা পাডুকোনের এই সংস্থাটি আত্মহত্যা প্রবণ ও পীড়িত মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি এএএসআরএ এবং দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশনের সঙ্গেও কাজ করবে ফেইসবুক। এ দুটি সংস্থাও একই ধরনের কাজ করে থাকে।

ফেইসবুকের নতুন টুলটি এসব সংস্থার সঙ্গে পীড়িত মানুষের সংযোগ ঘটাতে কাজ করবে। প্রাথমিকভাবে ইন্টারনেটের মাধ্যমেই পীড়িত মানুষকে সহযোগিতা করার চেষ্টা করা হবে। প্রয়োজনে তাদের সঙ্গে সরাসরিও যোগাযোগ করা হবে।

দ্য হিন্দুস্তান টাইমস অবলম্বনে শামীম রাহমান

*

*

Related posts/