Maintance

বাজারে ডি-লিংকের নতুন সুইচ

প্রকাশঃ ৩:৫৬ অপরাহ্ন, জানুয়ারি ২৮, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ন, জানুয়ারি ২৮, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে এসেছে ডি-লিংক ব্র্যান্ডের নতুন সুইচ। নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীকে একটি গ্রুপ নেটওয়ার্কে যুক্ত করে ডাটা শেয়ার, ভিডিও লেনদেন এবং ইমেইল আদান প্রদানের সুযোগ রয়েছে এই সুইচের মাধ্যমে।

ছোট বা মাঝারি আকারের অফিসের জন্য চাহিদা ভেদে এই আনম্যানেজড সুইচগুলো ৫, ৮, ১৬ ও ২৪ পোর্টের হয়ে থাকে। এদের মধ্যে ডি-লিংক গিগা সুইচ দেয় সেকেন্ডে ১০/১০০/১০০০ গিগাবিট পর্যন্ত ডাটা আদান প্রদানের সুবিধা। এটি সাধারনত সার্ভার বা যেখানে উচ্চগতির ডাটা শেয়ার প্রয়োজন সেখানে ব্যবহৃত হয়।

Symphony 2018

D.Link Switchs-TechShohor

ডি-লিংক ১০/১০০ আনম্যানেজড সুইচ গুলোর রয়েছে ৪টি মডেল। এগুলো হলো, ডিইএস-১০০৫এ, ডিইএস-১০০৮এ, ডিইএস-১০১৬ডি ও ডিইএস-১০২৪ডি। এছাড়া ১০/১০০/১০০০ গিগা আনম্যানেজড সুইচগুলো হচ্ছে ডিজিএস-১০০৮ডি, ডিজিএস-১০১৬ডি ও ডিজিএস-১০২৪ডি।

কম্পিউটার সোর্সের আনা প্লাগ অ্যান্ড প্লে সুবিধার এই সুইচগুলোর রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৯৩৯৯১৯৫৮৯

*

*

Related posts/