Maintance

ঢাবিতে সেফ, স্মার্ট ও সোশ্যাল বিষয়ে সচেতনতা

প্রকাশঃ ৮:৩০ অপরাহ্ন, মে ৩০, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:০২ অপরাহ্ন, মে ৩০, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মেয়েদের পাঁচটি আবাসিক হলে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট শিরোনামে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার  ‘সেফ, স্মার্ট, সোশ্যাল’ প্রতিপাদ্যে এই কর্মশালার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।

বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে অয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের সাইবার অপরাধ বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান।

IMG_6946

সাইবার অপরাধের শিকার হলে করনীয়, তথ্য-প্রযুক্তি আইন এবং সাইবার জগতে সচেতন থাকার উপায় বিষয়ে কথা বলেন ডিইউআইটিএসের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ইফতেখার আলম।

এর আগে শনিবার কবি সুফিয়া কামাল হলে এবং রোববার বেগম রোকেয়া হলে এই কর্মসূচী সম্পন্ন হয়। সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মঙ্গলবার বাংলাদেশ  কুয়েত মৈত্রী হলে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

শামীম রাহমান

*

*

Related posts/