Maintance

প্রযুক্তি বাজারে মন্দা ভাব, দাম অপরিবর্তিত

প্রকাশঃ ১:০৯ অপরাহ্ন, মে ১৯, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৮ পূর্বাহ্ন, জুন ২, ২০১৬

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছরের শুরুতে বেচাকেনায় মুখর ছিল রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি। তবে দেশের সবচেয়ে বড় কম্পিউটারের এই বাজারে বছরের মাঝামাঝিতে এসে বেচাকেনায় মন্দা ভাব এসেছে। বুধবার আইডিবিতে গিয়ে দেখা যায়, ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। এর মধ্যে হঠাৎ বৃষ্টি এসে তা আরও কমিয়ে দেয়।

বিক্রেতারা বলছেন, বছরের শুরুতে ভালো বেচাকেনা ছিলো। বর্তমানে তুলনামূলকভাবে কম বিক্রি হচ্ছে।

রহমান নামে এক বিক্রেতা টেকশহরডটকমকে জানান, বর্তমানে বিক্রি কম হচ্ছে। তবে বিক্রি যে একবারে হচ্ছে না তা নয়, বছরের শুরু দিকে যেমন বিক্রি হয়েছে সে তুলনায় বর্তমান অবস্থা কিছুটা খারাপ। যেখানে সবারই প্রত্যাশা ছিল বছরের মাঝামাঝিতে এসে বিক্রি বেড়ে যাবে।

idb-techshohor

কোন পণ্য বর্তমানে বেশি বিক্রি হচ্ছে এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমির হোসেন বলেন, আমার দোকানে এ সপ্তাহে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে র‍্যাম, হার্ডড্রাইভ, মনিটর, পেনড্রাইভসহ কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ।

আইডিবি ভবন ঘুরে দেখায় যায়, কম্পিউটার যন্ত্রাংশের দাম বৃদ্ধি পায়নি। কয়েক সপ্তাহ ধরে একই দামে ক্রেতারা পণ্য কিনছেন। ব্র্যান্ড ও আকৃতি অনুযায়ী র‍্যাম বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকা থেকে শুরু করে ১১ হাজার টাকা পর্যন্ত। তিন হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা মধ্যে পাওয়া যাচ্ছে প্রসেসর।

গেইমারদের জন্য চার হাজার টাকা থেকে শুরু করে ৫৭ হাজার টাকা পর্যন্ত গ্রাফিক্স কার্ড বিক্রি হচ্ছে। চার হাজার টাকা থেকে শুরু করে ৪৮ হাজার টাকার মধ্যে মাদার বোর্ড রয়েছে বাজারে। এছাড়া পেনড্রাইভ, মাউস, কিবোর্ড বিক্রি হচ্ছে মডেল অনুযায়ী নির্ধারিত দামেই।

ডলফিন কম্পিউটার্স লিমিটেডের কর্মকর্তা হাসান জানান, প্রযুক্তি পণ্যের দাম আগের মতোই আছে। কোনো পণ্যের দাম তেমন বাড়েনি। তবে গ্রাহক সংখ্যা তুলনামূলকভাবে কম। কম্পিউটারের যন্ত্রাংশ বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

idb

Symphony 2018

আইডিবি ভবনে ওয়্যারলেস কিবোর্ড কিনতে এসেছিলেন আকিব রহমান। তিনি টেকশহরডটকমকে জানান, কিবোর্ডের দাম আগের মতোই আছে।

এক নজরে চলতি সপ্তাহের প্রযুক্তি পণ্যের বাজারদর:

এলইডি মনিটর : এসার পি১৬৬এইচকিউএল ১৫.৬ ইঞ্চি পাঁচ হাজার ৯০০ টাকা, এসার ই১৯০০এইচকিউ ১৮.৫ ইঞ্চি ছয় হাজার ৫০০ টাকা, এসার জি২২৭এইচকিউএল ২১.৫ ইঞ্চি ১১ হাজার ৪০০ টাকা। আসুস ভিএইচ৬৮ডি ১৬ ইঞ্চি ছয় হাজার ১০০ টাকা, আসুস ভিএক্স২২৯৯এ ২১.৫ ইঞ্চি ১৪ হাজার টাকা। ডেল  ই১৭১৫এস ১৭ ইঞ্চি আট হাজার টাকা, ডেল ইউজেড২২১৫এইচ ২১ ইঞ্চি ২০ হাজার টাকা। স্যামসাং এস১৯ডি৩০০এনওয়াই ১৮ ইঞ্চি ছয় হাজার ৪০০ টাকা। স্যামসাং এলটি২৪ই৩১০এআর ২৩.৬ ইঞ্চি ১৮ হাজার টাকা।

মাদারবোর্ড : এসরক ইন্টেল এইচ৮১এম চার হাজার ১০০টাকা; এসরক ইন্টেল জেড৯৭ ১৯ হাজার টাকা। আসুস এইচ৬১এমকেএলজিএ১১৫৫ চার হাজার টাকা, আসুস সেলেরন ডিসি পাঁচ হাজার ৬০০ টাকা,  আসুস বি১৫০প্লাস নয় হাজার ৪০০ টাকা, আসুস জেড১৭০ ১৪ হাজার ৩০০ টাকা। গিগাবাইট এএমডি-এএম১ তিন হাজার ৪০০, গিগাবাইট জিএ-৭৮এলএমটি-ইউএসবিথ্রি এএমডি৭৬০ চার হাজার ৮০০, গিগাবাইট জি১স্নিপার এম৭ আট হাজার ৬০০ টাকা, এমএসআই জেড১৭০এম মরটার ১১ হাজার ৬০০ টাকা।

হার্ডডিস্ক ড্রাইভ : এডাটা ১ টেরাবাইট চার হাজার ৮০০ টাকা, এডাটা ২ টেরাবাইট সাত হাজার ৯০০ টাকা। তোশিবা ৫০০ গিগাবাইট তিন হাজার ৬০০, তোশিবা ১ টেরাবাইট চার হাজার ২০০, ২ টেরাবাইট আট হাজার ৩০০ টাকা। ট্রানসেন্ড ১ টেরাবাইট পাঁচ হাজার টাকা, ট্রানসেন্ড দুই টেরাবাইট আট হাজার ৬০০ টাকা, ট্রানসেন্ড তিন টেরাবাইট ১০ হাজার টাকা। ওয়ের্স্টান ডিজিটাল ডব্লিউডি৫০০০এএকেএক্স ৫০০ গিগাবাইট তিন হাজার ৯০০ ও ডব্লিউডি২০ইজেডআরএক্স ২ টেরাবাইট আট হাজার টাকা।

র‍্যাম : এডাটা ২ গিগাবাইট ডিডিআরথ্রি এক হাজার ২০০ টাকা, এডাটা ডিডিআরথ্রি ৪ গিগাবাইট এক হাজার ৬০০ টাকা, এডাটা ৮ গিগাবাইট ডিডিআরথ্রি চার হাজার ৮০০ টাকা। ট্রানসেন্ড ৪ গিগাবাইট ডিডিআরথ্রি দুই হাজার ৫০০। টুইনমস ২ গিগাবাইট ডিডিআরথ্রি এক হাজার ৫০০ ও ৪ গিগাবাইট ডিডিআরথ্রি দুই হাজার ২০০, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি ১১ হাজার ৬০০ টাকা।

প্রসেসর : ইন্টেল কোর আইথ্রি ছয় হাজার টাকা, ইন্টেল কোরআইফাইভ ১৪ হাজার টাকা, ইন্টেল কোরআইসেভেন ২৩ হাজার ৫০০ টাকা। এএমডি সেম্পন ২৬৫০ তিন হাজার ১০০ টাকা, এএমডি এপিইউ এ৬ তিন হাজার ৫০০, বুলডোজার এফএক্স৪৩৫০ ৪.২ গিগাহার্টজ নয় হাজার ৩০০ টাকা।

গ্রাফিক্স কার্ড : আসুস এইচডি৫৪৫০ এসএল ২ গিগাবাইট ডিডিআরথ্রি চার হাজার ৩০০ টাকা, আসুস আর৭ ২৪০ ২ গিগাবাইট ছয় হাজার ২০০ টাকা, আসুস জিটিএক্স৭৫০ডিএফ ২ গিগাবাইট ১১ হাজার ৫০০ টাকা। গিগাবাইট আর৫ ২৩০ ১ গিগাবাইট  চার হাজার টাকা,  গিগাবাইট জিটি৭৩০ ২ জিআই ছয় হাজার টাকা, গিগাবাইট জিভিআর৭৩৬০সি ২ গিগাবাইট রেডন ডিডিআরফাইভ ১০ হাজার ৩০০ টাকা।

পাওয়ার সাপ্লাইয়ার : এপয়েন্ট টেক ৪০০ ওয়াট ৭৫০ টাকা, কুলার মাস্টার ৫৫০ ওয়াট নয় হাজার টাকা, কুলার মাস্টার ১২০০ ওয়াট ২৫ হাজার টাকা, গিগাবাইট ৩৮০ ওয়াট দুই হাজার ৫০০ ও ৫৩০ ওয়াট তিন হাজার ৭০০।

আরও পড়ুন:

*

*

Related posts/