Maintance

হোয়াটসঅ্যাপ হ্যাকের দাবি ম্যাকাফির

প্রকাশঃ ১০:৫০ অপরাহ্ন, মে ১৬, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:২১ অপরাহ্ন, মে ১৬, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আবারও আলোচনায় এলেন একসময়ের জনপ্রিয় অ্যান্টিভাইরাস কোম্পানি ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি। তিনি এবার হোয়াটসঅ্যাপের এনক্রিপশন হ্যাকের দাবি করেছেন। এ বিষয়ে সাংবাদিকদের বোঝানোর চেষ্টা করলেও সমর্থ হননি।

গিজমোডে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, জন ম্যাকাফি আগের থেকেই ম্যালওয়্যার ইনস্টল করা হ্যান্ডসেট সাংবাদিকদের কাছে পাঠানোর চেষ্টা করেন এবং বোঝাতে চান যে তিনি এনক্রিপটেড মেসেজ পড়তে সক্ষম হয়েছেন।

John MaAfee-TechShohor

গত এপ্রিলে হোয়াটসঅ্যাপ সকল মেসেজের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করেছে। এর অর্থ হলো শুধুমাত্র মেসেজ প্রেরক ও প্রাপকই মেসেজ পড়তে পারবে। এর মধ্যবর্তী কেউ বা তৃতীয় পক্ষ মেসেজ হ্যাক বা পড়তে পারবে না।

Symphony 2018

ম্যাকাফি চেষ্টা করেছেন যে, গুগলের মোবাইল প্লাটফর্মে ত্রুটির কারণে তিনি হোয়াটসঅ্যাপের কোড ক্রাক করতে সমর্থ হয়েছেন।

এ ধরণের দাবির ঘটনা এবারই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতেও তিনি দাবি করেন যে এফবিআইয়ের জন্য সৈয়দ ফারুকীর আইফোন হ্যাক করতে পারবেন। তবে পরে তিনি স্বীকার করেন যে এটি জনসাধারণের মনোযোগ আকর্ষনের কারণেই করেছেন।

উল্লেখ্য, জন ম্যাকাফি এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী।

টিওই অবলম্বনে ফারজানা মাহমুদ পপি

*

*

Related posts/