Maintance

গ্রাফিক্স ডিজাইনারের উপযোগি স্যামসাং নোটবুক

প্রকাশঃ ২:১৭ অপরাহ্ন, জানুয়ারি ২৪, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:১৭ অপরাহ্ন, জানুয়ারি ২৪, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রাফিক্স ডিজাইনারের কাজের উপযোগী সাশ্রয়ী মূল্যের স্যামসাং নোটবুক বাজারে এসেছে। এনপি৪৫০আর৪ভি-এক্স০২বিডি (NP450R4V-X02BD) মডেলের ছিপছিপে গড়নের নোটবুকটিতে আছে ২জিবি ডিডিআরথ্রি ‘অপ্টিমাস’ গ্রাফিক্স মেমরিসহ এনভিডিয়া জিফোর্স ৭১০ এম গ্রাফিক্স কার্ড।

কোর আই থ্রি প্রসেসর নির্ভর ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার নোটবুকটিতে আলোক প্রতিফলন হয় না। এর ডেটা ধারণ ক্ষমতা ৫০০ জিবি। গতিময় কাজের জন্য আছে ৪জিবি ডিডিআরথ্রি র‍্যাম।

Samsung-np450r4v

Symphony 2018

বহনযোগ্য পিসির সব সুবিধার পাশাপাশি উচ্চগতির নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ হিসেবে রয়েছে গিগাবিট ইথারনেট ১০/১০০/১০০০। আর ভিজিএ, এইচডিএমআই, ইউএসবি থ্রি পোর্ট, ব্লু-টুথ ভি-৪.০ এবং ৭২০পি এইচডি ওয়েবক্যাম- তো আছেই। ওজনেও হালকা।

দৃষ্টিনন্দন এই নোটবুকের কি-বোর্ডের কি-গুলো অনেকটা পাহাড়ের মতো ঢালু। গাঢ়-ছাই রাঙা এই নোটবুকটির সাথে এক বছরের বিক্রয়োত্তর সেবার পাশাপাশি ক্যারিকেস উপহার দিচ্ছে স্থানীয় পরিবেশক কম্পিউটার সোর্স। নোটবুকটির দাম ৪৭ হাজার টাকা।

– বিজ্ঞপ্তি অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/