Maintance

৩০ বছরে অ্যাপল ম্যাকিনটোস

প্রকাশঃ ১:৫০ অপরাহ্ন, জানুয়ারি ২৪, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৫০ অপরাহ্ন, জানুয়ারি ২৪, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইফোন ও আইপ্যাডের মাধ্যমে পৃথিবী বদলে দেওয়ার আগে যে পণ্যটি হোম কম্পিউটিংকে বদলে দিয়েছিল সেটি প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ম্যাকিনটোস। ২৪ জানুয়ারি ৩০ বছরে পা রাখলো ম্যাকিনটোস।

ম্যাক হিসেবেই সুপরিচিত ম্যাকিনটোস। ম্যাকিনটোসে মাউসের মাধ্যমে আইকন ক্লিক যে পরিবর্তন এনে দিয়েছিল সেটি পরবর্তীতে স্মার্টফোন ও ট্যাবলেটে টাচস্ক্রিনের পথ বাতলে দিয়েছে।

macintosh 1984-TechShohor

৩০ বছর আগে ম্যাকিনটোস অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও মাইক্রোসফটের বিল গেটসের মধ্যে একটি কাল্পনিক দ্বন্দ বা প্রতিযোগিতার সৃষ্টি করেছিল।

Symphony 2018

সময়ের বিবর্তনে ম্যাকিনটোসের আকার, আকৃতি ও কর্মদক্ষতায় এসেছে আমূল পরিবর্তন। এসেছে নতুন ভিন্ন ভিন্ন মডেল।

macintosh latest-TechShohor

ম্যাকিনটোসের জন্মদিন উপলক্ষ্যে সিলিকন ভ্যালিতে হাজার হাজার ভক্তরা সমবেত হচ্ছেন। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কর্তারা মাকিনটোসের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন।

– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/