Maintance

হোটেল বুকিং সাইট ঘুরবো ডটকমের যাত্রা শুরু

প্রকাশঃ ১:৪২ অপরাহ্ন, মে ৯, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ অপরাহ্ন, মে ৯, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভ্রমণপিপাসু ও পর্যটকদের হোটেল বুকিং সেবা দেয়ার জন্য যাত্রা শুরু করেছে হোটেল বুকিং বিষয়ক ওয়েবসাইট ঘুরবো ডটকম। এই সাইট থেকে হোটেলের পাশাপাশি যাতায়াতের জন্য গাড়ি কিংবা প্লেনের টিকেট বুকিং, পর্যটন স্পটে গিয়ে গাড়ি ভাড়াসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।

ঘুরবো ডটকমের দাবি, এটি অন্য হোটেল বুকিং ওয়েবসাইটের মতো নয়। পর্যটকরা সাধারণত যেভাবে হোটেল বুকিং করেন এই সাইট দিয়ে ঠিক একইভাবে হোটেল বুক করতে হবে। পেমেন্টের সিস্টেমও একই রকম।

pg2

ঘুরবো শুধু তাদের সহায়ক হিসেবে কিছু বাড়তি সুবিধা ও মূল্যছাড় দেবে। হোটেল পাওয়ার নিশ্চয়তাও দেবে। পর্যটনের ভরা মৌসুমে গিয়েও আপনাকে পথে পথে হোটেলর জন্য ঘুরতে হবে না। কিংবা চড়া দামে হোটেল বুক করতে হবে না।

ঘুরবোর হেড অফ মার্কেটিং তাহের জামিল বলেন, আমাদের উদ্দেশ্য পর্যটকদের সেরা ভ্রমণ অভিজ্ঞতা দেয়া। এছাড়া স্থানীয় হোটেল শিল্পের প্রসার ঘটানো। দেশে অনলাইন ট্রাভেল বুকিংয়ের শীর্ষ প্লাটফর্ম হতে আমরা গ্রাহক সেবায় সবচেয়ে জোর দিচ্ছি।

শামীম রাহমান

*

*

Related posts/