Maintance

ফেইসবুকে সালমান- সাবিলার ছবি নিয়ে গুঞ্জন

প্রকাশঃ ১:০৪ পূর্বাহ্ন, মে ৯, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ পূর্বাহ্ন, মে ৯, ২০১৬

টেক শজর কনটেন্ট কাউন্সিলর : অবশ্য শুরুটা করেছিলেন ইউটিউব সেলিব্রেটি সালমান মুক্তাদির। রবিবার বিকেলে মডেল ও অভিনেত্রী সাবিলা নূরের সাথে কয়েকটি ছবি দিয়ে পোস্ট করেন তিনি। আর এতেই শুরু হয় নানা গুঞ্জন। গুজব উঠেছে তারা বিয়ে করেছেন।

ছবিগুলোতে সালমানের পরনে সাদা পাঞ্জাবি ও সাবিলা খয়ের রঙের একটি শাড়ি পরে ছিলেন। দেখে স্বাভাবিকভাবে অনেকেরই কাছে নতুন দম্পতি মনে হতে পারে! তার উপর আবার সালমান লিখেছেন, ‘ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। থ্যাংকস এ লট শৌভিক আহমেদ অ্যান্ড তামিম মৃধা ফর দ্য গ্রেট সাপোর্ট’। এটি দেখে কৌতুহলটা আরও বেড়ে যেতে পারেন। ফলে বিপত্তি দেখা দেয়।

salman-sabila-TechShohor

Symphony 2018

ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের সাইটটির নানা ব্যবহারকারীর স্ট্যাটাসের মাধ্যমে। সালমান-সাবিলা বিয়ে করেছেন এমন খবর প্রকাশ করা হয়।

বাধ্য হয়ে দুই ঘন্টা পরে পোস্টটি ডিলিট করে দেন সালমান। পরে জানা যায়, তারা বিয়ে করেনননি। এগুলো ইউটিউবের জনপ্রিয় চ্যানেল ম্যাঙ্গো স্কোয়ার্ড এর জন্য তৈরি করা ফান ভিডিও এর চিত্র। ভিডিওটি শিগগিরই চ্যানেলটিতে প্রকাশ করা হবে।

ফারজানা মাহমুদ পপি

*

*

Related posts/